আজ আমার মন ভালো নেই প্রভু, আমি প্রত্যাখ্যাত হয়েছি আমেরিকান ভিসা
যদিও কাম্যবস্তু না পাওয়ার বেদনা এখন আর আমাকে করে না ব্যতিব্যস্ত
তবু ভাবি আখেরে হয়তো তুমিও আমাকে রেখে দেবে এই নরকে
যৌবনের সূচনালগ্নে পাড়ার যে আপুকে করেছিলাম প্রেম-নিবেদন
হেসেই কুটি হয়েছিল সে মার্কিন ভিসা অফিসারের মত
২১৪ ধারার অধীনে আমি নাকি নিতে চাই তার শরীরের দখল
কিংবা পারব না করতে আবেদনে উল্লিখিত শর্তের পূরণ
অথচ সাদরে মাল্য দিল সে স্থূলোদর অসাধু এক ব্যবসায়ীর গলে
এরপর ভার্সিটি শেষে প্রত্যাখ্যাত হয়েছি সরকারি চাকরির
অনেক প্রশ্ন ও উত্তর শেষে বিসিএস বোর্ড-মেম্বরগণ বুঝলেন
এর পিতা পরিচয়হীন, কৃষক-চাষা- হাতে নেই কাঁচা-পয়সা
ইমিডিয়েট পারবে না দিতে চাকরির অতিরিক্ত যোগান
অবশ্য ভাগ্যে হলেও এতদিনে হতেম সপ্তমবার সুপারসিটেড
ভালো রেজাল্ট কেবল রাস্তা কমানো, প্রেক্ষাগৃহে ঢুকতে লাগে টিকিট
অসংখ্য প্রত্যাখ্যাতের ঘটনা আমার জীবনকে করেছে ঘটনাবহুল
স্বর্গ থেকে বিচ্যুৎ হলে নরকের মধ্য দিয়ে টেনে আনি মন্দাকিনি
জানি সব সুন্দররের ত্বকের নিচে থাকে আগুনে পোড়া ঘা, লাল মাংস
সে আমেরিকা সুন্দরী হোক, আর বোর্ড মেম্বরদের ষোড়শি কন্যা
পৃথিবীতে আমেরিকা আছে মানে- প্রভু স্বর্গের ধারণা তোমার ঠিক
সেখানে এখন পাড়ার বড় আপুরা থাকেন, আর তার অনুজ ভগ্নি
তাদের সাথে আমার কোনোদিন আর হবে না কি দেখা!
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪১