আজ থেকে সাত বছর আগে ২০১১ সালে আমি একবারই ব্লগ দিবসে উপস্থিত থাকতে পেরেছিলাম।
প্রবাসী বলেই সময়মতো ছুটিতে দেশে থাকতে পারিনা, তাই মিলনমেলায় উপস্থিত থাকাও সম্ভব হয়ে ঊঠেনা।
দূর থেকে যা আঁচ করতে পারছি, এবারকার ব্লগ দিবস হবে সবচেয়ে আকর্ষনীয়।
কিন্তু সেই আকর্ষনীয় অনুষ্ঠানে আমি উপস্থিত থাকতে পারছিনা।খুব খারপই লাগছে।

আর যারা দেশে থেকেও বিভিন্ন অজুহাতে এই অনুষ্ঠানে উপস্থিত না থেকে আহাজারি করবেন তাদের জন্য করুনা

২০১১ ব্লগ দিবসে আমি
আয়োজকদের প্রতি বিনীত নিবেদন দলমতের উর্ধে থেকে যারা দূরদূরান্ত থেকে আসবেন তাদেরকে পরিচিত করিয়ে দেয়ার।
যে ব্লগাররা সামুর দুর্দিনে নিয়মিত লিখে গিয়েছেন তাদেরকে সন্মানীত করবেন।
যারা ব্লগ দিবসের কথা শুনে প্রায় প্রতিদিনই ব্লগ লেখা শুরু করেছেন তাদেরকেও সন্মানীতঙ্করবেন

অনুষ্ঠানের সাফল্য কামনা করছি।
শুভ হোক ব্লগ দিবস।