প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার নতুন ফাঁদ বসিয়েছে গ্রামীণফোন। টেলিভিশন ও পত্রিকায় চমকপ্রদ নানা সুযোগ সুবিধার কথা বলে নকল ও নিম্নমানের মোবাইল সেট দিয়ে গ্রামীণফোন গ্রাহকদের সাথে প্রতারণায় নেমেছে। চায়না এবং জিঞ্জিরায় তৈরি (দেশীয়) এসব মোবাইল সেট এখন গ্রামীণফোনের প্যাকেজ হিসেবে বাজারজাত করা হয়েছে! অভিযোগ উঠেছে, নতুন মোড়কে পুরনো সেট বাজারজাত করছে গ্রামীণফোন। অতি নিপুণভাবে প্যাকেটিংয়ের কারণে সাধারণ গ্রাহকরা আসল-নকল শনাক্ত করতে পারছেন না।
জানা গেছে, গ্রামীণফোন খুব কম টাকায় চীনের একটি প্রতিষ্ঠানকে মোবাইল সেট তৈরি করে দিতে বলে। অনেকগুলো সুযোগ-সুবিধার কথা বলে খুবই নিম্নমানের যন্ত্রাংশ দিয়ে তৈরি হয়েছে গ্রামীণ ফোনের এসব মোবাইল সেট। অথচ তারা এসব মোবাইল সেট বিক্রি করছে চড়া দামে। মোবাইল সেটের ওপরে গ্রামীণফোনের লগো ব্যবহার করে নিজস্ব প্রোডাক্ট বলে সুবিধা নিচ্ছে তারা। এসব সেট আসল না নকল তা বুঝার কোন উপায় নেই। অভিযোগ আছে, অনেক মোবাইল সেটের কেচিংটা পরিবর্তন করে দেশে তৈরি এসব মোবাইল সেট নিজেদের বলে চালিয়ে যাচ্ছে গ্রামীণফোন। ওয়ারেন্টি এক বছর বলা হলেও মোবাইল সেটগুলো খুবই নিম্নমানের বলে মন্তব্য করেছেন সেট আমদানিকারক অধিকাংশ প্রতিষ্ঠান এবং বিভিন্ন মার্কেটের মোবাইল দোকানদাররা। তারা বলছেন, এসব সেটের দাম ১৫০০ থেকে ২০০০ টাকার বেশি কোন ক্রমেই হতে পারে না। তারা বলছেন, গ্রামীণফোন নিম্নমানের এসব সেট বাজারে ছাড়ার কারণে বাংলাদেশ উন্নত দেশের ডাম্পিং স্টেশনে পরিণত হচ্ছে। গ্রামীণফোনের এসব সেটগুলো নিম্নমানের বলে অভিযোগ আসলেও বিটিআরসি নীরব ভূমিকা পালন করছে।
জিনিসটা অন্য সাইট থেকে কপি মারলেও ইটা খুবই চিন্তাযুক্ত বিষয়।
সর্বশেষ এডিট : ১১ ই সেপ্টেম্বর, ২০০৯ দুপুর ১২:৩৭