প্রিয় সহব্লগারবৃন্দ অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, সামহয়্যারইন ব্লগের ব্লগার সাদাত হোসেন তার সৃজনশীল লেখনী, আলোকচিত্র এবং স্বল্প দৈর্ঘ্য চলচিত্র নির্মানের জন্য “জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল এওয়ার্ড ২০১৩” তে মনোনিত হয়েছিলেন। গত ৪ অক্টোবর, হোটেল ওয়েস্টিনে এক জাঁকজমকপূর্ন অনুষ্ঠানে কালচালার এ্যাচিভমেন্ট ক্যাটাগরীতে তিনি " TEN OUTSTANDING YOUNG PERSONS" হিসেবে পুরষ্কার পেয়েছেন।
উল্লেখ্য, জেসিআই (JCI) একটি আন্তর্জাতিক সংঘঠন যা মূলত সচেতন এবং সংক্রিয় নাগরিকদের অন্যতম সেরা মিলনকেন্দ্র। এই প্রতিষ্ঠানটি বিশ্বজুড়ে প্রায় ২০০,০০০ হাজার তরুন সদস্যদের বিভিন্ন শ্রেনীতে স্থানীয়, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে অবদান রাখার স্বীকৃতি স্বরুপ এই পুরুষ্কার প্রদান করা হয়। একদল দক্ষ এবং যোগ্য বিচারকের চুলচেরা বিশ্লেষনের মাধমে উপযুক্ত ব্যক্তিকেই এই পুরুষ্কার দেয়া হয়।
কিছু মানুষ থাকেন যারা সবার অলক্ষ্যে মানুষের জন্য কাজ করে যান, কাজের পরিধিই যাদেরকে আমাদের সামনে নিয়ে আসে, সাদাত তেমনই একজন মানুষ। ব্লগে তিনি পরিচিত একাধারে কবি, গল্পকার এবং একজন আলোকচিত্রী শিল্পী হিসেবে, যিনি কিনা যিনি হতদরিদ্র মানুষের ছবি তুলেই ক্ষান্ত হন না, কাজ করেন তাদের জন্যেও।
সামহয়্যারইন ব্লগের সকল ব্লগারের পক্ষ হতে তার এই অর্জনে, তাকে জানাই আমাদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন।
আর এই বিষয়টি দৃষ্টিগোচর করার জন্য ব্লগার এরিসকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। তিনি না জানালে হয়ত এই বিষয়টি আরো অনেক পরেই জানতাম। এই বিষয় নিয়ে তারই লেখার কথা ছিল, কিন্তু ব্যক্তিগত ব্যস্ততার কারনে তিনি পারেন নি বিধায়, আমিই পোষ্ট করলাম।