শুধু তুমি হাতটা বাড়াও...
তোমাকে একটা মন কিনে দিব,
যেখানে সারাদিন বইবে এলোমেলো বাতাস,
আর উড়ে বেড়াবে মন ফড়িং।
তোমাকে একটা কপাল কিনে দিব,
যেখানে উঠবে চাঁদের মত লাল টিপ
সেই চাঁদের থাকবে না কোন কলংক।
তোমাকে একজোড়া চোখ কিনে দিব
যে চোখে হবে পৃথিবীর শুরু আর শেষ।
সেই পৃথিবীর সীমানা হবে কাজল পরিবেষ্টিত।
তোমাকে একজোড়া ঠোঁট কিনে দিব
যা হবে কোন এক মরুদ্যানের শীতল জলাধার,
যেখানে আকুন্ঠ পানের পরও পিপাসা থেকেই যায়।
তোমাকে একটা হৃদয় কিনে দিব
যে হৃদয়ে থাকবে চিরবসন্ত আর পাখির গান
যেখানে থাকবে শুধু আমি আর আমার বসবাস।
তোমাকে একটা জীবন কিনে দিব
যে জীবনে থাকবে না কোন বিরহ,
বিষন্ন, একাকীত্ব আর বিচ্ছেদের দূঃখ বিলাস।
শুধু তুমি হাতটা বাড়াও...।
সন্ধি
বেঁচে থাকার জন্য ফুলেরা সন্ধি করেছে আজ তোমার সাথে,
তুমি কথা দিয়েছ তুমি হাঁটবে না আর ফুলের বাগানে।
তুমি নাকি হাটো আর ফুলেরা সব অকালে ঝরে পড়ে।
কেউ ফুল কিনে না, কেউ ফুল ভালোবাসে না
শহরে নেই কোন ফুলের দোকান-
শুধু তোমাকে দেখার পরে।
সবার নাকি একটা তুমি চাই,
তুমি চাই, তুমি চাই।
স্লোগানে স্লোগান ময়
অলিগলি রাজপথ।
এই শহর ছেড়ে পালিয়ে যাচ্ছি আমি
অনেকটা চুপে চুপে, চুপচাপে।
আর বুকের মাঝে সযত্নে লুকিয়ে রেখেছি তোমাকে,
কি ভাবে বুঝাই বল,
আমার যে একটাই তুমি।
ডুব
ভালোবাসার আগুনে তুমি নাকি পুড়ে গিয়েছ,
তোমার শরীর জুড়ে শুধু পোড়া পোড়া দাগ।
কেউ তো জানে না, এই বুকে রয়েছে
আজন্ম দগ্ধদের জন্য এক শীতল জলাধার।
সেই জলাধারে তোমাকে ডুব দেয়ার ছোট্ট আহবান।
ডুব দেবে তো তুমি?
যুদ্ধ
না,
আর না,
আর নয় অপেক্ষা।
হৃদয়ের এক চিলতে আকাশে
তোমাকে উড়তে দিব বলে,
রুমের এক ছোট্ট জানালার পৃথিবীতে
তোমাকে দেখব বলে,
ঝড়ো বাতাসের সাথে তোমার খোলা চুলের
যুদ্ধ দেখে আহত হব বলে
আর নয় কোন অপেক্ষা।
অপেক্ষার নির্যাতনে জর্জরিত এই হৃদয়
আজ সাহসী ভূমিকায় অবতীর্ন।
তোমার সাথে যুদ্ধ ঘোষনা করেছি,
যদি ভালোবাস তবেই হবে যুদ্ধ বিরতি।
অপেক্ষারা আজ শহীদ হবার জন্য প্রস্তুত
** প্রায় সবগুলোই ইতিপূর্বে ফেসবুকে স্ট্যাটাস হিসেবে প্রকাশ করেছিলাম।