এখনই তো দেখা হলো,
আর এখনই চলে যেতে চাও?
এখনই তো ভালো লাগছে,
আর এখনই দূরে যেতে চাও?
এখনই তো আলোর দেখা পেলাম,
আর এখনই আঁধারের কথা বলছ?
এখনই তো জীবন শুরু হলো মাত্র,
আর এখনই থেমে যাওয়ার কথা বলছ?
এখনই তো মাত্র তোমার স্পর্শ পেলাম,
আর এখনই সরে যেতে চাইছ?
এখনই তো মাত্র পাগলামী শুরু হলো
আর এখনই শান্ত হওয়ার কথা বলছ?
তোমার স্পর্শে আমার ভালোবাসা
তোমার হৃদয় স্পন্দনে আমার হৃদয়।
তোমার ইচ্ছেতেই আমার ইচ্ছে,
তোমার গল্পে আমার জীবন।
কত নির্ঘুম রাতের পর,
তোমার এই আসা,
তুমি কি জানো না-
সেই স্বপ্ন গুলো অসম্পূর্ন
যে স্বপ্ন গুলোতে তুমি ছিলে না।
এবং
সে সকাল অর্থহীন,
যে সকালের রাত
তোমাকে ছাড়া কেটেছে।
সেই তুমি এসেই চলে যেতে চাইছ?
থাকলে না আরো কিছুক্ষন।
৩০.০৮.২০১২
আমি কবি নই। তাই এটা কোন কবিতাও নয়। হয়ত শুনতে থাকা কিছু প্রিয় কথা মালা।