তবুও ভুমি অহর্নিশ নিজেই নিজের মধ্যে গ্রথিত করে সম্ভাবনার বীজ
গাংচিল সফেদ ফেনিল সমুদ্রে কি পেয়েছে কি পায় নি
এই ভেবে যত অনির্বাচিত দুঃখে ভোগে
মৎসজীবি সমুদ্রে ততই ঢেউয়ের বাণ জাগে...........
আমাদের হ্রদয়গুলো আজ তাই একেকটি গাংচিল
অথবা ভুমিহীন পরগাছা।
অথবা সংবিধিবদ্ধ সতর্কীকরনের মোড়কে
বিজাতীয় হতাশার বিজ্ঞাপন যেন,
কাছে দূরে ফেরি করে বেড়ায়
তুমুল প্রেমের জিঘাংসা ।
অলৌ্কিক সম্ভাবনার অপমৃত্যু আমাদের এক একটি হ্রদয় আজ।