মৃত্যু পড়ে আছে এলোমেলো পোড়া ইটে, রাজার বাগানে নিভৃতে-
পরবাসী কাকের কাফন, লাল অভিসার, মাছরাঙা নারীর শরীরে;
পোড়া মরিচের ঝাঝ, জ্বলন্ত জিকির, সিনেমার শো-রিলে-
জীবন তবু থেমে থেমে জ্বলে দরিদ্র অসহায়, শুধু মৃত্যুর বিপরীতে.. .
লজ্জার তুফান, বস্ত্র বাহুল্য ছাড়ো- এসো প্রিয় উলঙ্গ কামের নীলে;
কামার্ত বুলেটের আয়রন প্রেম চলো শেখাবো মতিঝিলে.. .. ..