কে আছো ?
সারি সারি লাশগুলোকে বলো খানিকটা ধৈর্য ধরতে,
এইতো আর কিছুক্ষন, আমাদের মহান মন্থী -প্রতিমন্ত্রী-সাংসদ-সাহায্য- প্রতিশ্রুতি আর
অগনন নক্ষত্রের ধেয়ে আসা আলোর মত ক্যামেরার ফ্লাশ শেষ হলেই তাদের ছুটি।
তারপর ডিনার আর মদের আসর জুড়ে কিম্ভুত ভুতের মত পড়ে থাকা লোভ
খানিকটা লাই পেয়ে গেলেই -
তোমাদের নামগুলিও আর উচ্চারিত হবে না। তখন তোমরা গীতা-কোরান-বাইবেলে
একান্তে লুকিয়ে থাকা ভগবান-খোদা-প্রভুর দরবারে
শুরু করে দিতে পারবে বৈষম্যের সমজতান্ত্রিক বাহাস।
এই কে আছো?
দূর্গন্ধ কেন আসে এখন এই অবেলায়? মরে গেছে বলে
চলে গেছে আদব কেতাব? মাননীয় মন্ত্রীর সাথে হয় ত
তার রুপালী বিবি আসবেন চোখে নিযে গ্লিসারিন জল-
তাই বলে
লাশের গন্ধ তো গ্রহনযোগ্য নয়।
অতএব,
তোমরা বলো তাদের,
তারা আর খানিকটা ধৈর্য ধরুক।
এইতো আর কিছুক্ষন.... আমাদের মানবতা অধিকার রাষ্ট্র.....
আর কিছুক্ষন... তার পরেই ছুটি।