উৎসর্গঃ আমার ছেলে তাওয়াক্কুল জুবিয়ান নির্ভেদ
সভ্যতার ভাঙ্গনে জলতরঙ্গ বাজে
জীবন তার স্বকীয়তা হারায় পূর্বপুরুষের বিশ্বাসে,
শত কোলাহল আর ব্যস্ততার মাঝে মৌনতার ছায়া
অন্য-পূন্যে সম্পূর্ন সময়ে স্বস্তির ক্ষোধা,
কাঠিন্যের ভণিতা ভেঙ্গে অজস্র বেয়াড়া আবেগের ফোঁটা
নিবেদিত প্রার্থনাগুলো অলক্ষ্যে হাসে – এক বিদীর্ণ কান্নাতে।
জ্যামিতিক সময়গুলো ঔদ্ধত্য হারিয়ে
আমার অভিজ্ঞান জুড়ে সভ্যতার লাবন্য,
ডায়রির পাতাজুরে বর্ণমালার হাহাকার
অসমাপ্ত স্বরলিপিগুলো জৌলুশ হারায় মৃতপ্রায় আলোতে,
আমি ছুটছি, নতুন জীবনের আলিঙ্গনে
তোমার সাথে হট্টগোল আড্ডার উম্মাদনা খুঁজবো বলে।
গল্পের গহীনে গল্পরা গতিহারা
শব্দের বুনটে গদ্য-পদ্যে ছন্দরা ছন্নছাড়া,
স্পর্শের মুগ্ধতায় দহনে বরফ শীতলতা
ভাসতে ভাসতে ভংগুর আগামীতে নির্মানের নেশা
আমি আর আমার সবকিছুতে আজ তোমার তাড়না!
লেখকঃ হোসেন মৌলুদ তেজো
বইঃ অপ্রকাশিত