ছোট বেলায় স্কুল থেইকা আইসে ব্যগ টা রেখে সোজা বাথরুমে ঢুকতাম
আর আম্মা চেচামেচি করতো কতবার বলসি স্কুল থেকে
এসে ব্যগ যায়গা মত রাখবি মানুষ হবি না তুই।
বিকালে খেলে টেলে মাঠ থেইকা আসার পর স্যন্ডেল পরেই
ঘরে ঢুকতাম আর পর শুরু আপার চেচামেচি আমার ঘরে
ঢুকসোস কিন্তু স্যন্ডেল খুলো নাই আবার খেলে আসছো নোংরা
তুমি কি জংলি নাকি মানুষ ?
দুপুরে ভাত খাওনের পর হাত ভালো করে না ধুয়ে ঘুরাঘুরি করতাম
আব্বা আম্মা আপা সব একসাথে আমারে ঝারি দিত এই ফুলা ডা মানুষ হইলো না।
বাসার ফেমিলি হুদ্দা যখন পিকনিক বা কোথাও যাইতাম গিরাম এলাকায় গেলেই
পুকুরে ঝাপ দিতাম একবার গাছে উঠলাম পা পিসলায় পড়ে গেলাম
হাত ভাংলো স্হানিয় হসপিটালে নিয়ে গেল পরে বাসায় আসার পর
আত্বিয়রা দেখতে আসলো আমাকে তখন বলে ছেলেটার ভয় ডর নাই
গাছে উঠসে বানর গো নাহান।
আছিলাম পর্ব ১ পড়তে হলে এই লিংকে ক্লিক মারুন আবার লেফ্ট ক্লিক মাইরেন না
রাইট ক্লিক মারবেন বুইসেন ? Click This Link