সর্পদংশনে ক্লিওপেট্রার মৃত্যুদৃশ্য। পাশে ক্রন্দনরতা সহচরীগণ
এন্টনি’র মৃত্যুর পর, ক্লিওপেট্রাকে অক্টাভিয়ানের কাছে নিয়ে যাওয়া হলো যেখানে অক্টাভিয়ান স্বীয় বিজয়ে ক্লিওপেট্রার ভুমিকার কথা স্মরণ করিয়ে দিয়ে জানান, মিশরের রানীর সঙ্গে তার কোনরূপ সম্পর্ক, সমঝোতা বা বোঝাপড়া করবার মত কিছু নেই। তার শাসনকাল শেষ হয়ে গেছে, তাকে এখন ক্রীতদাসী হিসেবে শহরের রাস্তায় রাস্তায় প্রদর্শনী করা হবে। তার ভগ্নী আরসিনোর কথা নিশ্চয়ই তার মনে আছে; যার পরিণতীও একই রকম হয়েছে।
মিশরে ফারাওহ্ যুগের পিরামিড
তাই তিনি চরম বিষাক্ত ‘আস্প’ সর্প (মিশরীয় কোবরা, জীবন-মৃত্যুর ক্ষমতার প্রতীক) জোগাড় করলেন। ফলের ঝুড়িতে লুকিয়ে আনা হলো সেই কোবরা। সেই সর্পদংশনেই ৩০ খ্রিস্টপূর্বাব্দের ১২ আগস্ট তারিখে ক্লিওপেট্রা মারা গেলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৯ বছর। মিশরীয় ধর্মে উল্লেখ ছিল যে, সর্পদংশনে মৃতব্যক্তিরা হবেন অমর। আর এভাবেই তিনি মৃত্যুকালীন ইচ্ছা পুরণ করলেন, যা কেউ কোনওদিন ভুলে যাবে না। পরবর্তী অন্যান্য শাসকগণ ক্লিওপেট্রার মায়াময় সৌন্দর্য্যটাকেই ধর্তব্য গণ্য করেছিলেন যিনি মহাবীর আলেকজান্ডারের মত আরেক মেসিডোনিয়ান। ক্লিওপেট্রার মৃত্যুর পর তাঁর পুত্র সিজারিওঁকে কতিপয় রোমান সিনেটরের ইঙ্গিতে গলাটিপে হত্যা করা হয়, যখন তাঁর বয়স ১৭ বছর। আর অন্যান্য সন্তানদের লালন-পালনের দায়িত্ব নেন এন্টনি’র সাবেক স্ত্রী অক্টাভিয়া। বড় মেয়ে ক্লিওপেট্রা সেলেনিকে অক্টাভিয়ানের সহায়তায় মৌরিতানিয়ার রাজা দ্বিতীয় জুবা’র সঙ্গে বিয়েও দেন। এই দ্বিতীয় জুবা ছিলেন অক্টাভিয়ানের আজীবন বন্ধু।
রাজা দ্বিতীয় জুবা
ক্লিওপেট্রার মৃত্যুর মধ্য দিয়ে প্রাচীন মিশরীয় ফারাওহ্ যুগের অবসান ঘটে যদিও তিনি ছিলেন মেসিডোনিয়ান। মিশরে রোমান শাসনকাল শুরু হয়। টলেমিয়রা মেসিডোনিয়ান হয়েও মিশর শাসন করেন। ক্লিওপেট্রা ছিলেন সর্বশেষ ফারাওহ্ ।
অবশ্য পরে ক্লিওপেট্রার সমাধি সম্বন্ধে নিশ্চিত হওয়া যায়নি।। তবে মিশরীয় প্রত্নতত্ত্ব বিভাগের তথ্যমতে আলেকজান্দ্রিয়া শহরের দক্ষিন-পশ্চিমে অবস্থিত ‘তপোসিরিস মাগনা’ মন্দিরের ভেতর বা নিকটস্থ কোথাও এটি অবস্থিত যেটির এখন আর কোনও অস্তিত্ব নেই। তাঁর মৃত্যু-রহস্য নিয়ে ঐতিহাসিকদের মধ্যেও রয়েছে বিস্তর মতভেদ।
সাগরতলে হারিয়ে যাওয়া ক্লিওপেট্রার প্রাচীন আলেকজান্দ্রিয়া নগরীর ধ্বংসাবশেষ
ক্লিওপেট্রার অনেক গুণের মধ্যে ছিল তার প্রখর বুদ্ধিমত্ত্বা আর মাতৃভূমির প্রতি আত্মত্যাগ। তিনি ছিলেন সহজ-সরল আর ন’টি ভাষায় অনর্গল কথা বলতে পারতেন। তিনি একজন গণিতজ্ঞ ও ভালো ব্যবসায়ীও ছিলেন। সিজারের প্রতি ছিল তার সত্যিকার শ্রদ্ধাবোধ, যার বুদ্ধিদীপ্ত ও ব্যক্তিইমেজ তাকে প্রচণ্ড প্রভাবিত করেছিল। অন্যদিকে এন্টনি ছিলেন হালকামেজাজের, জ্ঞানবুদ্ধির প্রখরতা তার মধ্যে তেমন একটা দেখা যায়নি। ক্লিওপেট্রা তাকে শুধু কার্যক্ষেত্রে ব্যবহার করতেন। নিজের দেশের জন্য যুদ্ধ করেছেন। অন্যকে আকর্ষণ করার মত চারিত্রিক বৈশিষ্ট ছিল, জন্মগতভাবেই ছিলেন নেত্রীসুলভ যার লক্ষ্যই ছিল রাজসিংহাসন যা রক্ষার জন্য তিনি আত্মহত্যা ছাড়া সবকিছুই করতে ইচ্ছুক ছিলেন।
সাড়া জাগানো 'ক্লিওপেট্রা' ছায়াছবির মূল চরিত্রে অভিনয়কারিনী বৃটিশ অভিনেত্রী এলিজাবেথ টেইলর বা লীজ টেইলর (১৯৬৩)
ক্লিওপেট্রার এই ব্যক্তিত্ব, রূপ, গুণাবলীর কাহিনী সমগ্র আফ্রিকা, মধ্যএশিয়া ও ইউরোপজুড়ে বিগত দুই হাজারেরও বেশি বছর যাবত ঘরে ঘরে আলোচনার বিষয় হয়ে আছে। নাটক, থিয়েটার, গল্প, উপন্যাস, মডেলিং, চলচ্চিত্র এমনকি মেয়েদের ব্যক্তিগত স্টাইল ও রূপচর্চ্চার ক্ষেত্র পর্যন্ত দখল করে আছে ক্লিওপেট্রা। আর এভাবেই ক্লিওপেট্রা সর্বকালের সৌন্দর্য্যের শ্রেষ্টতম প্রতীক হয়ে রইলেন।
অস্কার বিজয়ী ক্লিওপেট্রা মুভি'র ট্রেইলর দেখতে এখানে ক্লিক করুন
(সমাপ্ত)
-----------------------------------
সহায়ক লিংকস্:
http://www.books.google.com
http://www.passiondownload.com
http://www.polyvore.com
http://www.greece.org
http://www.design21sdn.com
http://www.undernation.com
http://www.openlibrary.org
http://www.biography.com
http://www.womenshistory.about.com
http://www.en.wikipedia.org
http://www.spartacus.schoolnet.co.uk
http://www.answers.com
http://www.ancient-rome.biz
http://www.biographybase.com
http://www.biography.jrank.org
http://www.infoplease.com
http://www.imdb.com
http://www.archaeology.org
http://www.notablebiographies.com
http://answers.yahoo.com
http://www.heroturko.org
http://www.speedyfiles.org
http://www.squidoo.com
http://www.bede.org.uk
http://www.ancientegypt.co.uk
http://www.scandalouswoman.blogspot.com
http://www.ancient-egypt.org
http://www.bbc.co.uk
http://www.historyforkids.org
http://www.shakespeare.org.uk
http://www.shakespeareandcompany.com
http://www.theplays.org
http://www.foxmovies.com
http://www.flickr.com
http://www.youtube.com
-----------------------------------
সকল পর্ব:
প্রথম পর্ব | দ্বিতীয় পর্ব | তৃতীয় পর্ব | চতুর্থ পর্ব
-----------------------------------
সর্বশেষ এডিট : ২২ শে মে, ২০১০ সন্ধ্যা ৬:৫৪