আমরা যারা আম প্রিয় মানুষ মানে আম খেতে ভালবাসি তাদের জন্য আমার এই লিখা । এছাড়া সর্বসাধারণ যারা আপনাদের জন্য আম কিনবেন তাদের জন্য সতর্ক বানী সরূপ এই পোষ্টা।
শুরু করার প্রথমে আমি আমার সংক্ষিপ্ত পরিচয় দিয়ে দেই । আমি মোতাহারুল হাসান সুমন বাড়ি রাজশাহী জেলার মোহনপুর উপজেলার একটা গ্রামে । পেশায় বেকার ভভঘুরে মানুষ । যদি পারি কারো উপকার করি । আর বেকার সময় টুকু এলাকায় ঘুরার চেষ্টা করি । আমি যহেতু রাজশাহী জেলাতে থাকি সেহেতু আমি আম এলাকার লোক । এখান থেকে অনেক আম দেশের অনেক স্থানে পাঠানো হয় । আমি এই রকম গুরু দায়িত্ব পালন করেছি গতবার ।
যাই হোক কেন লিখলাম তাহলে শুনুন । আমি গত কয়েকদিন আগে আমার এক বড় ভাই বলছেন সুমন আমের কি অবস্থা । এখন নাকি বাজারে আম পাওয়া যাচ্ছে । আমি কিছুটা চুপ হয়ে গেলাম এখন আম তাও আবার পাকা আম কিভাবে সম্ভব । ভাই আমাকে আবার বললো একবার আম বাজারে গিয়ে দেখো দেখি । ভাইয়ের কথা মত আমি গেলাম আমাদের এলাকার কামারপাড়া নামক স্থানে যেখান থেকে পাইকারি আম বিক্রি হয় । আমি সেইদিন রাজশাহীতে গিয়েছিলাম রাজশাহী থেকে আসার পর গেলাম কামার পাড়াতে । আমার কিছু বদ অভ্যাস আছে তার মধ্যে মানুষের সাথে আগ্রহ নিয়ে কথা বলা । যা|ওয়ার পথে এক চাচারে সাথে দেখা কিন্তু আমি ওনাকে চিনিনা গল্প করছিলাম চাচা এখন পাকা আম পাওয়া যাবে । চাচা বললেন এখন আম পাওয়া যাবে না । তবে যে আম পাওয়া যাবে সে গুলো হলোঔষধ দিয়ে পাকানো । আর এখন আঠীর আম পাওয়া যায় । আমি আবার জিজ্ঞাসা করলাম কবে নাগাদ আম পাওয়া যাবে তিনি বললেন যে জৈষ্ঠ্যের দু এক দিন পর থেকে আম পাওয়া যাবে । আমি বুঝলাম ২০ তারিখের পর আম ভালভাবে পাকা শুরু করবে । সুতরাং আজ ১৪ মে ২০১৬ আপনাদের সকলকে বলছি আম কিনবেন ২০ মে ২০১৬ এর পর কিনুন । আশা করি কেমিক্যাল কম দেওয়া আম খেতে পারবেন ।
যদি আপনারা রাজশাহীর আম কিনতে চান তাহলে GreenAgroMarket থেকে আম কিনতে পারেন । আশা করি ৮০% নিশ্চয়তা দিতে পারবো কেমিক্যাল ফ্রি আম আপনি পাচ্ছেন ।
এছাড়াও রাজশাহীর BDAgroMarket,Fozli এই গুলো সাইট থেকেও কিনতে পারেন ।