আমাদের দেশের ব্যাংক গুলোতে বিশেষ জাতীয় ভুত ঢুকেছে । যে ভুত গুলো তাড়ানোর জন্য একজন উঝার খুব প্রয়োজন । একটার পর একটা অঘটনের মধ্যে দিয়ে আমাদের অর্থনৈতিক ব্যবস্থাকে পুঙ্গু করে দেওয়ার পাইতার চলছে ।
বিশেষ করে আমাদের রাষ্ট্রীয় ব্যাংক যেগূলো আছে সেগুল ব্যাংকগুলোর ম্যানেজার নিজেদের ব্যাংকের টাকাগুলো পৈত্রিক সম্পত্তি মনে করেন ।
সকল ব্যাংকের কর্মকর্তা থেকে কর্মচারী পর্যন্ত লাখ লাখ লোন করে তারা নিজেদের বাড়ি গাড়ি করে থাকেন । কিন্তু একজন উদ্দ্যোক্তা ঋন চাইলে বলে এইটা করো এইটা করো । তোমার মামা খালু আছে কিনা ।
যদি একজন ব্যক্তি ১ লাখ টাকা লোন চান তাহলে তাকে প্রায় ২০০০০ টাকা ব্যয় করতে হয় । এই ২০ হাজার টাকা ছাড়া তো সুদ আছেই ।
আমি মাঝে মাঝে জানার জন্য ব্যাংক গুলোতে যাই সেখান কার রিকোয়ারমেন্ট শুনলে মনে হয়ে আসলে ব্যাংক আমার মত জঙ্গলের না ।
আরোও একটা কথা শুধু তাই না ৬০০০০-৭০০০০ টাকা লোন করতে গেলাম ব্যাংকে বলে যে উনি লোন নিতে পারবেন না । এরপর বাধ্য হয়ে একটা এন জিও এর দারস্থ হলাম । মুল কথা বাংলাদেশের এত এন জিও যেমন দরকার নাই এত ব্যাংকেরও দরকার ছিল না ।
যে নেতার যখন প্রয়োজন হয় তখন সে একটা ব্যাংকের জন্য কেন্দ্রীয় ব্যাংকের কাছে আবেদন করেন । তারপর ব্যাংকের টাকা গুলো মাঝে মাঝে হাওয়া হয়ে যায় ।
সবশেষে বলি দেশের এই সমস্যা থেকে বাচার উপায় হয় উঝা আনতে হবে না হলে আমাদের দেশ পরিবর্তন করতে হবে ।