সকাল ৮ টা:
===========
পিঠে ৫ কেজি ওজনের বিশ্ববিদ্যালয়ের ব্যাগ চড়িয়ে বাসা থেকে ৬ কিলো মিটার দূরত্বে একটি ইন্ডোর স্টেডিয়ামে হাজির হওয়া ঈদের নামাজের জন্য
সকাল ৮:৩০ মিনিট:
=============
৩০ মিনিটের মধ্যে ঈদের নামাজ শেষ করে সেখান থেকে সরাসরি বিশ্ববিদ্যালয়ে উপস্থিত হওয়া ৯ টায় ১৫ মিনিটের মধ্যে
সকাল ৯:৩০ মিনিট:
===========
ক্লাসে উপস্থিত হয়ে পুরো ৩ ঘণ্টা ৩০ মিনিট জ্ঞান বিতরণ।
দুপুর ১ টা:
=======
কুরবানির উদ্দেশে ৩০ কিলোমিটার দূরে একটি গরুর ফার্মের উদ্দেশ্যে রওনা দেওয়া। গতবার সকাল ৯ টায় গিয়ে মাংস নিয়ে বাসায় ফিরেছিলাম রাত ১০ টায় এবার কয়টায় ফিরব আল্লাহ জানে।
আমরা গরু কুরবানি করি কেমন করে জানেন???
ঠিক যেমন করে গুলি করে পাখি মেরে তা জবাই করা হয় ঠিক তেমন করে।
আর গরুর চামড়া ছিলানো হয় যেমন করে ছাগলের চামড়া ছিলানো হয়। অর্থাৎ, গরু জবাই করার পরে তা ক্রেন দিয়ে ঝুলানো হয়। এর পর চামড়া ছিলানো হয়। গুরুর হাড় কাটা হয় স-মিলে যে ব্লেড দিয়ে কাঠ কাটা হয় সেই রকম ইলেকট্রিক করাত দিয়ে
*****************************
সবাইকে ঈদ মোবারক
*****************************