জরুরী আপডেট ঘূর্ণিঝড় মহাসেন : আমেরিকার NOAA এর স্যাটেলাই থেকে প্রাপ্ত সর্বশেষ ছবি নির্দেশ করতছে যে ঘূর্ণিঝড় মহাসেন বর্তমানে সাতক্ষিরা জেলার উপর দিয়ে বাংলাদেশের স্হল ভাগে প্রবেশ করতেছে। সাতক্ষিরা, খুলনা ও বাগেরহাট জেলার মানুষ সবচেয়ে বেশি হুমকির সম্মুখীন। ছবি: বাংলাদেশ সময় সকাল ৯ টা বেজে ৪৫ মিনিট
ঘূর্ণিঝড় মহাসেন বর্তমানে সাতক্ষিরা, বর্গুনা ও খুলনার দিকে অগ্রসর হচ্ছে। ছবি: বাংলাদেশ সময় রাত ৩ টা বেজে ৩০ মিনিট
ঘূর্ণিঝড় মহাসেন বর্তমানে সাতক্ষিরা, বর্গুনা ও খুলনার দিকে অগ্রসর হচ্ছে।
ছবি: বাংলাদেশ সময় রাত ২ টা
ছবি: বাংলাদেশ সময় রাত ১ টা
জরুরী আপডেট ঘূর্ণিঝড় মহাসেন : আমেরিকার নোয়ার স্যাটেলাইট থেকে ঘূর্ণিঝড় মহাসেন এর চলার পথের লাইফ আপডেট পাওয়া যাবে নিচের লিঙ্ক থেকে (প্রতি ঘন্টায় আপডেট করা হচ্ছে)
Click This Link
এছাড়া আমি পৃথক একটি পোষ্টে ঘূর্ণিঝড় মহাসেন এর চলার পথের ছবি আপডেট করে দেব আগামীকাল সকাল পর্যন্ত।