কিছু ব্লগারের নাম নিয়ে কাব্য কনা = ০২
আহা কি কনকনে শীত!এই শীতে এখনও বেশির ভাগ মানুষ লেপের নিচে আরামে শুয়ে আছে । আর আমি বসেছি সামু ব্লগের কিছু ব্লগারের নাম নিয়ে কাব্য কনা লিখতে। যদিও ব্লগারদের নাম নিয়ে লেখা-লেখি অনেকে পছন্দ করছেন না। তবে আমার মতে কিছু লিখলে কারও যদি ক্ষতি না হয় তাহলে সমস্যা কি?
যাই হোক যে কোন বিষয়ে পক্ষে-বিপক্ষে লোক থাকবেই আর পাছে লোক কিছু কথা বলবেই তাই বলে কি আমি কাব্য কনা না লিখেই বসে থাকব। মোটেও না তা হলে শুরু করি-
২৩/ ** প্রতিদিনই ব্লগটারে
দিচ্ছেন নাকি কাঁপাই
সবার প্রিয় ব্লগার উনি
** তালপাতার সেপাই **।
২৪/ ** জানতে পারি কার মনটা
করছেন আপনি চুরি
দুষ্টু-মিষ্টি ব্লগার ** নীলপরি**।
২৫/ ** বুকের মাঝে লুকিয়ে রাখেন
মনের যত ব্যাথা
আকাশের মত মন তার
** খোলা মনের কথা **।
২৬/** মূখে রুচি নাই
তবু সারাক্ষন খাই
ভ্রমন প্রিয় মানুষ তিনি
**শোভন শামস ** ভাই।
২৭/** আজ তার উড়তে
নেই কোথাও মানা
কবিতার জাদুকর
** ভ্রমরের ডানা **।
২৮/ দেখে মনে হয়
ছেলেটা খুব কাবু
খুব পরপকারী তিনি
** সামিউল ইসলাম বাবু **।
২৯/ দেখলে তারে
লাগে ভিষন মায়া
** শাহাদাৎ হোসেন ( সত্যের ছায়া) **।
৩০/ সমূদ্র তীরে কি আছে দেখার
শুধু বালি আর বালি
এটা নিয়েও করছেন গবেষনা
** ডঃ এম এ আলী **।
৩১/ নিয়মিত যদি না লেখ ব্লগে
দেব তোমার সাথে আড়ি
সব সময় ভাল থেকো
আপু ** ফাহমিদা বারী **।
৩২/ জীবন বাজী রাখেন তিনি
রাখতে অন্যর মান
ভাল থাকুন সব সময়
ভাই ** খায়রুল আহসান **।
৩৩/ প্রেম কাব্য লিখতে লিখতে
কেটে যায় কত রাত
ব্লগে উনি নতুন
** আবু রায়হান ইফাত **।
সবাইকে শীতের শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ১৬ ই জানুয়ারি, ২০১৭ সকাল ৯:৩৬