কাব্য কনা লিখতে আমার ভালই লাগে। প্রথম পর্বে এগারো জন ব্লগারের নাম নিয়ে লিখেছিলাম। আজ আরও এগারো জন ব্লগারের নাম নিয়ে কাব্য কনা লিখছি। আসলে নাম নিয়ে কাব্য কনা লিখতে গিয়ে দেখলাম কাজটা একেবারে সহজ নয়। নাম নিয়ে অন্তমিল খুঁজে পেতে কষ্ট হচ্ছে। আসলে সমস্যা হল আমার সল্প জ্ঞান।তবু এই সল্প জ্ঞানে প্রিয় কিছু গুনী ব্লগারের নাম নিয়ে লেখা এ কাব্য কনা গুলি আশা করি আপনাদের ভালই লাগবে। কাউকে ছোট কিম্বা কষ্ট দেওয়ার জন্য নয় নিছক আনন্দের জন্যই লেখাটি লিখেছি । ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।
১২/ ** পাহাড়-পর্বত জয় করে
জানিয়ে দিলেন আজ
ভ্রমন ছাড়া কিছুই বোঝেন না
ভাই ** সারাফাত রাজ **।
১৩/ ** সত্যটা করতে প্রকাশ
নেন জীবন বাজী
সামুর হিট ব্লগার
উনি ** চাঁদগাজী **।
১৪/ ** কেমনে লেখেন এত মধুর পদ্য
আজও পাইনি খুঁজে
কোন সূত্র
তিনি ** দিশেহারা রাজ পুত্র **।
১৫/ ** ব্লগে তিনি নিয়মিত
লেখেন কম খুব
তিনার লেখায় মূগদ্ধ পাঠক
ভাই ** হাসান মাহাবুব **।
১৬/ ** নিয়মিত লিখ ব্লগে
রোজ একটা করে দেব বর
তোমার কাছে কবিতার হাতে খড়ি
দাদা ** সুমন কর **।
১৭/ ** কপালে কি সব সময়
জোটে আর ভালো
ফুলের মত সৌরভ ছড়ান
** ধ্রুবক আলো **।
১৮/ ** দরকার ছিল
উনার একটা ছবির
কবিতা উনি ভালই লেখেন
ভাই ** শাহরিয়ার কবীর **।
১৯/ ** গুন ভাই তারই গাই
যার খাই নুন
হাজার গুনে ভরা তিনি
আমাদের প্রিয় ব্লগার ** জুন **।
২০/ ** বুঝেও না বোঝার ভান
কেন কর মনু
কবিতাই তার ভালবাসা
** অরুনি মায়া অনু **।
২১/ ** পেড়ে দে গাছ থেকে
কাঁচা খাব আমটি
খুব জটিল
** পুলহ ** নামটি।
২২/ ** বাজে বেশি
কলসি খালি
কোথায় গেলেন
** আমিই মিসির আলী**।
ভাল হলেও বলবেন খারাপ হলেও বলবেন । সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৭ দুপুর ২:৩২