আবু হেনা আশরাফুল - : বয়স বাড়ছে এখন কিছুই মনে রাখতে পারি না আচ্ছা কি যেন জানতে চাইলেন?
আহমেদ জী এস -: বিষয়টা খুবই গোপনীয় আপনাকেও বলা যাবে না আমি কেন ভুলে যেতে চাই ২০১৬ সালকে।
সাদা মনের মানুষ -: জানেনই তো বনে বাদাড়ে ঘুরে বেড়ানোর শখ।তাই বৌরে তেমন সময় দিতে পারিনা যার কারনে এ বছর প্রচুর বৌয়ের ঝাড়ি খেয়েছি ।বৌয়ের ঝাড়ি খাওয়া কেইবা মনে রাখতে চাই বলুন।
আমিই মিসির আলী -: কত মেয়েকে যে এ বছর প্রপোজ করছি তার ঠিক নাই কেউই পাত্তা দিল না। ভাবছি ১৬ সালে যা হইছে সব ভুলে আবার নতুন করে শুরু করব।
নীলপরি :- বাসায় বলেছে বিয়ে দিবে তাই রান্না করা শিখতে হবে একদিন রান্না করতে গিয়ে যা হল তা আর নাই বললাম ঘটনাটা আমি ভুলে যেতে চাই।
শোভন সামস : এবার বান্দর বন ভ্রমনে যেয়ে এক চাকমা মাইয়ারে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম তারপর যে চড়টা না খাইলাম ওইটা আমি মনে রাখতে চাই না।
ভ্রমরের ডানা -: ব্লগে গেল বছরটা ভাল গেলেও দু এক জনের সাথে ক্যাচাল বাধছে এটা ভুলে যেতে চাই।
সামিউল ইসলাম বাবু :- এত্ত বড় হইছি তারপরও সবাই বাবু বলে ডাকে। সেদিনতো আমার গার্লফ্রেন্ডও বাবু বলছে, ২০১৬ সাল এত্ত গুলা পঁচা।
সাহাদাৎ হোসেন ( সত্যের ছায়া ) :- দেশটা ডিজিটাল হইল তবু আমি এখনও ডিজিটালের সাধ পাইলাম না। কি হবে ২০১৬ সালকে মনে রেখে।
ড: এম এ আলী :- মানুষ কি ভাবে সব সময় সুখী থাকতে পারে এট নিয়ে গবেষনা করছিলাম কিন্তু সফল হতে পারলাম না তাই এ বছরটাকে ভুলে যেতে চাই।
ফাহমিদা বারী :- সামুতে আমি নতুন বলে আমার লেখা তেমন কেউ পড়ল না । এটা আমি ভুলে যেতে চাই।
শাব্দিক হিমু : এত্ত কবিতা লিখলেও একটা ভুতের কবিতা লিখতে পারিনি। কি হবে আমাকে দিয়ে, সব ভুলে যেতে চাই।
ইতি সামিয়া :- ভেবেছিলাম প্রথম সমূদ্র দর্শনটা ভাল হবে কিন্তু হই নি, কারন টা বলব না। মনে রাখতে চাই না ২০১৬ সাল।
আবু রায়হান ইফাত :- রামপালে বিদ্যুৎ কেন্দ্র হলে আমার কোন লাভ হবে না। কি হবে ২০১৬ সাল মনে রেখে?
পুলহ -: আমার নামটা কি সুন্দর অথচ একটা ছেলে বলে কিনা আমার নামটা নাকি খুব জটিল। শুধু একারনেই আমি ১৬ সালকে ভুলে যেতে চাই।
আরজু পনি :- নিরাপদ পাবলিক টয়লেট নিয়ে আমার আন্দোলন সফল হয় নি তাই ২০১৬ সালকে ভুলে যেতে চাই।
জুন :- আমার ইয়ে আমাকে বলছে, নাম তোমার জুন নাই কোন গুন। বলেন এমন কথা যে বছরে শোনা লাগল সে বছরকে মনে রাখব কি করে?
অরুনি মায়া অনু :- আমি রাত জেগে এত কবিতা লিখলাম কিন্তু ওর একটাও পছন্দ হল না। তারপরও ২০১৬ সালকে মনে রাখতে বলেন?
সারাফাত রাজ : ঘটনাটা ভারতে ভ্রমনের সময় ওই যে আমি ঘুমিয়ে ছিলাম তার পর ঘুম থেকে উঠে দেখি একটা মেয়ে আমাকে সাপের মত পেচিয়ে শুয়ে আছে এই ঘটনাটা মনে পড়লেই আমি ভয়ে শিউরে উঠি। আর তাই ২০১৬ সাল ভুলে যেতে চাই।
চাঁদ গাজী :- অনেক সত্য জানা সত্তেও আমি গোপন করেছি আমার উচিৎ ছিল সব কিছু সহ ব্লগারদের সাথে শেয়ার করা কিন্তু আমি তা করিনি তাই ২০১৬ সালকে ভুলে যেতে চাই।
দিশে হারা রাজ পুত্র :- এত্ত প্রেমের কবিতা লিখলাম কিন্তু কপালে একখান প্রেম জুটিল না । কি হবে এমন সালকে মনে রেখে?
শাহরিয়ার কবীর : দিশে হারা রাজপুত্রের মত আমারও একই অবস্থা।
হাসান মাহাবুব :- আমি সিনিয়র ব্লগার অথচ অনেক জুনিয়র ব্লগার আমাকে তেমন সম্মানই দেখায় না। মনের দু:খ মনেই থাক। কি হবে এমন সাল মনে রেখে তাই ভুলে যেতে চাই।
সুমন কর :- ১০১ খানা কবিতা লিখলাম ষোড়শীকে নিয়ে তবুও মন গলাতে পারলাম না।ভুলে যাব আমি সব কিছু ভুলে যাব।
ধ্রুবক আলো :- সবার জীবনে এত আলো অথচ আমার শুধু অন্ধকার । তাই ভুলে যাব ২০১৬ সালকে।
সাইফুল্লাহ শামীম : পতেঙ্গা সমূদ্র সৈকতে তাহার সাথে লাগিয়া ছিল ঠুল এটাই ছিল ভুল। প্লীজ ২০১৬ সালকে আর মনে করিয়া দিবেন না।
কামরুন নাহার বিথী :- আমার শখের বাগান খাইয়া ফেলছে দুই টাকার ছাগলে । এই কষ্টের জন্য আমি ভুলে যেতে চাই ২০১৬ সালকে।
প্রামানিক:- ছড়া লিখে যায় কি আর চলা
কেন মনে রাখব না ২০১৬ সাল
এটা সাবার সামনে
যায় নাতো বলা।
সোহানী : ফেসবুকে এত পোষ্ট দেই কেই একটাও লাইক দেয় না। লাইক না পাওয়ার কষ্টটা আমি ভুলে যেতে চাই।
ক্লে ডল : মনে দুঃখে বেড়ায়
ঘুরে বনে-বনে
কি আর হবে
২০১৬ সালকে রেখে মনে।
*** লেখাটা বুঝতেই পারছেন রম্য। কেউ মনে কষ্ট পেলে লেখক দায়ী নয়। আর হ্যা লেখাটা পড়ে আপনারাও জানান কেন ভুলে যেতে চান ২০১৬ সাল কে?
সর্বশেষ এডিট : ২৯ শে ডিসেম্বর, ২০১৬ দুপুর ১:৩৭