আমি আমার নামটার দিকে তাকিয়ে আছি -"মোস্তফা জামাল",
যদি মনোজ কুমার হতো....
এই দেশে আমার মেরুদণ্ড কি সোজা হতো?
আমি কি মোস্তফা জামালকে আর বিশ্বাস করতাম?
আমি কি পারতাম ভালবাসতে এই 'অচেনা' দেশকে? বাপ দাদার মাটিকে?
আমার কষ্ট কি মোস্তফা জামাল বুঝতো?
....বুঝছে কৈ!
মোস্তফা জামালরা এখন গুয়ের পোকামাকড়.....
মোস্তফা জামালরা একেবারে বোবাকালা অথর্ব.....
মোস্তফা জামালরা শুধু কথাই বলে যায়.....
ফতুর মনোজ কুমারের পাশে থাকে কেবলই আরেকজন "সংখ্যালঘু"।