যদি যোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব রাস্তাঘাট বানানো, দেখাশোনা এবং আরো অন্যান্য প্রাসঙ্গিক কাজ হয়,
যদি রেল মন্ত্রণালয়ের দায়িত্ব বা কাজ রেলপথ বানানো, দেখাশোনো ও রক্ষনাবেক্ষন হয়,
যদি নৌ মন্ত্রণালয়ের কাজ নৌপথে নাগরিকদের সাচ্ছন্দ ও নিরাপদ চলাচল নিশ্চিত করা হয় এবং
যদি এই পথ বা connectivity'র জন্য রাষ্ট্র নাগরিকদের কাছে প্রত্যক্ষ কোন খরচ দাবি না করে,
যদি এইসব সড়ক-নৌ-রেলপথ connectivity স্থাপন রাষ্ট্র বা সরকারের মৌলিক দায়িত্বের মধ্যে পড়ে বা নাগরিকদের মৌলিক অধিকারের আওতায় পড়ে তবে....
Internet connectivity নয় কেন! এই connectivity'র জন্য নাগরিকদের খরচ করতে হবে কেন! সারাদেশে Internet connectivity থাকবে সবার জন্য উন্মুক্ত। এটা নাগরিকদের মৌলিক অধিকার হওয়া উচিৎ।
আমি AC বাস বা বিলাসবহুল জাহাজ বা আন্তঃজেলা ট্রেনের মত dedicated Internet speed ব্যবহার করলে তার জন্য টিকিটের মত একইভাবে খরচ করব কিন্তু connectivity সর্বজনীন হওয়া চাই। সড়ক-নৌ-রেলপথ connectivity'র মত এটাও রাষ্ট্র বা সরকারের মৌলিক দায়িত্বের মধ্যে পড়া উচিৎ বা বিষয়টাকে সেভাবে দেখা উচিৎ।
যখন যোগাযোগ, রেল বা নৌ মন্ত্রণালয়ের-এর মত আমাদের আলাদা দুই-দুইটা মন্ত্রণালয় আছে (Ministry of Information & Communication Technology আর Ministry of Science and Technology) তখন বিষয়টা বোধহয় আরও সহজ। আর Ministry of Posts and Tele-Communications কে যুক্ত করলে তো মহাশক্তি! এইক্ষেত্রে সরকারের সদিচ্ছা বা দৃষ্টিভঙ্গির উপরই অনেকটা নির্ভর করে।
...আর কোন সন্দেহ নাই, করতে পারলে এটা সত্যিকার অর্থেই একটা যুগান্তকারী পদক্ষেপ হবে। মানুষ কতভাবে যে এথেকে উপকৃত হবে এবং অর্থনীতিতে কতভাবে যে value add করবে তা বলে শেষ করা যাবে না।
দেশের মান-এর একটা big leap হবে।