এছাড়া দেশের সবচেয়ে বড় ঈদের জামাতে আসা যাত্রীদের থাকার জন্য ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া রুটে দুই জোড়া ট্রেন চলাচল করবে।
বাংলাদেশ রেলওয়ে ঈদ-উল-ফিতরের সময় ছুটির দিনে ভ্রমণকারীদের জন্য আরামদায়ক যাত্রা প্রদানের লক্ষ্যে বিভিন্ন রুটে 10 জোড়া বিশেষ ট্রেন পরিচালনা করবে
বাংলাদেশ রেলওয়ের উপ-পরিচালক (টিটি) শওকত জামিল মহসি দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে জানিয়েছেন, ঈদের আগে পাঁচ দিন এবং পরে পাঁচ দিন বিশেষ ট্রেন চলবে।
এছাড়া দেশের সবচেয়ে বড় ঈদের জামাতে আসা যাত্রীদের থাকার জন্য ঈদের দিন কিশোরগঞ্জের শোলাকিয়া রুটে দুই জোড়া ট্রেন চলাচল করবে।
রেলওয়ের পরিবহণ বিভাগ সূত্রে জানা গেছে, বিশেষ ট্রেনের মধ্যে চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম রুটে দুই জোড়া, ঢাকা-দেওয়ানগঞ্জ-ঢাকা রুটে এক জোড়া এবং চট্টগ্রাম-ময়মনসিংহ-চট্টগ্রাম রুটে এক জোড়া ট্রেন ৫ এপ্রিল থেকে চালু রয়েছে। ঈদের আগের দিন।
এছাড়াও, ৮-৯ এপ্রিল কক্সবাজার-চট্টগ্রাম-কক্সবাজার রুটে এক জোড়া বিশেষ ট্রেন চলাচলের কথা রয়েছে। পার্বতীপুর-জয়দেবপুর-পার্বতীপুর রুটে এক জোড়া ট্রেন 7-9 এপ্রিল পর্যন্ত চলবে।
এছাড়া ঈদের দিন ভৈরব-কিশোরগঞ্জ-ভৈরব রুটে একটি এবং ময়মনসিংহ-কিশোরগঞ্জ-ময়মনসিংহ রুটে একটি জোড়া চলাচলের কথা রয়েছে, বিশেষ করে শোলাকিয়ায় মুসলিম ভক্তদের পরিবহনের জন্য।
একই দিনে পার্বতীপুর-দিনাজপুর-পার্বতীপুর রুটে এক জোড়া এবং ঠাকুরগাঁও-দিনাজপুর-ঠাকুরগাঁও রুটে এক জোড়া ট্রেন চলাচল করবে।
নির্ধারিত তারিখের 10 দিন আগে থেকে ঈদ ভ্রমণের টিকিট সম্পূর্ণভাবে অনলাইনে বিক্রি করা হবে।
প্রত্যেক যাত্রী সর্বোচ্চ চারটি টিকিট কিনতে পারবেন। এছাড়াও, ৩ এপ্রিল থেকে ঈদের আগের দিন পর্যন্ত সমস্ত ট্রেনের ডে-অফ বাতিল করা হয়েছে।
রেলওয়ে কর্মকর্তা শওকত জামিল বলেন, দুর্ঘটনা রোধ এবং ট্রেনের সময়সূচী ঠিক রাখার লক্ষ্যে রেলওয়ে টহল ও রেল সেতুর নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে।