শিকার ও শিকারী - ১
---------------------------------------
এসো অসময়ে একবার
নারী বস্তুটির নীল অধ্যায়ে।
শুনে যেও-----
উদ্দ্যাম শিশু সুখের গল্প,
নির্ভার কিশোরীর গল্প,
জীবনের ভেতর জীবন বেড়ে ওঠার গল্প,
তারপর শুধুই অশ্রূ এবং করুণা।
কালবেলার মেঘে ঢেকে গেল কিশোরী,
যৌবনের শাখা শামুকের মত গুটিয়ে গেল।
তখন--
শামুকের নরমে শিকারীর তীর,
বেদনার নরকে অসহ্য ক্ষত।
তুমি এসে দেখে যাও-
কত আনন্দ খেলে তীরবিদ্ধ শাখায়!
পরিনত ব্যথা অপরিনত নারীতে,
একবুক নিরাকার হাহাকার
ঢেঊ খেলে অপয়া নারী নদীতে।
তবুও কখনও বুঝবেনা বলাৎকারের সংজ্ঞা।
অশ্রু ছিল- সাথে ছিল রকমারি স্বপ্ন,
ক্ষরা ছিল- সাথে ছিল সবুজের হাতছানি,
ঝুঁকি ছিল- সাথে ছিল মুক্তির বাসনা,
ছিলনা শুধু নিরাপদ বাহু,
নারীকোষের আমৃত্যু চিৎকার
কেউ করেনি স্বাধিনতার ভাবসম্প্রসারণ।
নিয়ে যাও শাঁস-শুন্য খোসা
বিরহের বিদীর্ন ইতিহাস।
গল্প শুনে যাও ঝরা পালকের,
কোষের ব্যথার আর কাতরতার,
দীর্ঘ নিরবতার আর পরাজয়ের,
লিখে যেও, নারীত্বের ডায়েরী।
০৮/০১/২০১১ ইং
কোরিয়া ,তংইয়ং
বি.দ্র: বানান ভুলে ক্ষমা প্রার্থী।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:১৬