somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার পরিচয়

"জুলকার নাঈন" এর দ্বিতীয় ব্লগ "মরুর পাখি"। "জুলকার নাঈন" -ই- "মরুর পাখি"।

আমার পরিসংখ্যান

মরুর পাখি
quote icon
লেখা গুলি লেখকের অনুমতি ছাড়া কপি করা নিষিদ্ধ (ভাল আছি ভাল থেকো..................।)
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)

ভালবাসার নাম "কো-ডিপেনডেন্ট ট্রমা"

লিখেছেন মরুর পাখি, ১২ ই অক্টোবর, ২০২৩ সকাল ১১:৩৩

ময়ূর ও ময়ূরী-০৮
----------------------------------------
তুমি বলতে--এসো অপরিচিত হয়ে যাই! লেজ নাড়াই,
আমি তোমার চঞ্চল কুকুর, তুমি আমার বিষণ্ণ বিড়াল।
আবেগী কুকুরটা তোমাতেই ডুবে- তোমাকেই সেবিছে,
যুগ ধরে! ঘুরছে চিরবিষণ্ণ বিড়াল বৃত্তে।

আদর-আক্রোশের গোপন খেলায়, ট্রমা বন্ডের শক্ত-গেরোয়,
বেঁধেছ বিশ্বস্ত কুকুরের স্বাধীনতা।
আদরে-আহারে নিঠুরে-কঠোরে, ডোপামিন আর কর্টিসলে- মাতাল
কুকুরের আত্মা পুরেছ ইঁদুরের ভেতর।
নিয়ম করে এ-বেলা ডোপামিন তো... বাকিটুকু পড়ুন

৪ টি মন্তব্য      ১১১ বার পঠিত     like!

মোহগ্রস্থ হয়ে আর কতকাল তুমি প্রসব করবে পঙ্গু নারী কবিতা.............

লিখেছেন মরুর পাখি, ২০ শে নভেম্বর, ২০১১ সকাল ১১:৪৯

শিকার ও শিকারী-০২
---------------------------------
বিষাক্ত শ্বাস বাতাসের সঙ্গমে ভাসে,
কন্ঠের বিধবা শব্দ মানবিক ক্ষুধায় মরে,
চোখগুলি শুধুই ছল ছল মরচে পড়া
আর নাম!-- তোমাদের দেয়া "বদনাম"।

কবিতার গায়ে খোদাই করা লেখাগুলি বড় অচেনা লাগে,
দেহের প্রতিটি ভাঁজের বিস্ময় বর্ণনা,
স্নিগ্ধা, ললনা, রমনী, কামিনী- হাজারো কসরোত,
কবি তোমার ভুলোমন নারীবুকে অজান্তেই তীর ছুড়ে,
তুমিই নিজেই কবিতার নিসর্গকে ভোগ কর তোমার... বাকিটুকু পড়ুন

৪৯ টি মন্তব্য      ৩০৪ বার পঠিত     ১৯ like!

কাঁটাহীন সুলভে পেলে যে ফুল, যতনে বাঁধিও তারে , আসে যদি ঝড়, ঝরে যায়ও যদি জীবন মূকুল।

লিখেছেন মরুর পাখি, ২৪ শে জুন, ২০১১ দুপুর ২:৫১

ময়ূর ও ময়ুরী - ০৭
---------------------------------
দিবে আমায় ফুল -- মালা গেঁথে নয়
দুহাত ভরে আঁচলে তুলে
কুড়িয়ে নেয়া বাসি যে বকুল,
দিও সেই ফুল।

গোলাপ, গন্ধরাজ - টিউলিপ চাইনা,
দিও আমায় ঘাস ফুল,
পথের ধারে বিছানো সরষে ফুল,
পুকুর ভরা পানা ফুলে হৃদয় ব্যকুল,
দিবে আমায় ফুল?

লালে নিলে, সাথে মিলে হলুদ সাদা,
শতরংএ রাঙ্গাবে আমার সকল বেলা।

অফোটা কলিকে তুমি... বাকিটুকু পড়ুন

৪৯ টি মন্তব্য      ৭৩৯ বার পঠিত     ১৪ like!

ও মহাজন-- করব না আর তোর জিকির, চাষ করেছি সংগ্রাম......

লিখেছেন মরুর পাখি, ১০ ই মে, ২০১১ দুপুর ২:০৭

হৃৎপিণ্ড - ০৭
----------------------------
ও মহাজন--
করব না আর তোর জিকির
চাষ করেছি সংগ্রাম,
আমার শস্য বাঁচবে এবার
ঝরলে ঝরুক কৃষক প্রাণ।

খেয়েছিস মুকুল আদরের শাঁস
ভোর দেখে যা শকুন চোখ,
ফেঁপেছে রে মানব সায়র
কোথায় যাবি নপুংশক।

পঙ্গপালের দিন ঘুনে খায়
ঘাম ঝরে হয় কীটনাশক,
বাড়তে থাকে চারার বয়স
ধেয়ে আসে তোর মরণ শোক।

গলছে এবার শোষক মেদ
ঝুলছে রুগ্ন শিশু স্বপন,
ঝরছে ধুসর জাগতিক... বাকিটুকু পড়ুন

৪২ টি মন্তব্য      ২০৮ বার পঠিত     like!

তবুও কখনও বুঝবেনা বলাৎকারের সংজ্ঞা

লিখেছেন মরুর পাখি, ২০ শে এপ্রিল, ২০১১ সকাল ৯:০১

শিকার ও শিকারী - ১
---------------------------------------
এসো অসময়ে একবার
নারী বস্তুটির নীল অধ্যায়ে।
শুনে যেও-----
উদ্দ্যাম শিশু সুখের গল্প,
নির্ভার কিশোরীর গল্প,
জীবনের ভেতর জীবন বেড়ে ওঠার গল্প,
তারপর শুধুই অশ্রূ এবং করুণা।

কালবেলার মেঘে ঢেকে গেল কিশোরী,
যৌবনের শাখা শামুকের মত গুটিয়ে গেল।
তখন--
শামুকের নরমে শিকারীর তীর,
বেদনার নরকে অসহ্য ক্ষত।
তুমি এসে দেখে যাও-
কত আনন্দ খেলে তীরবিদ্ধ শাখায়!
পরিনত ব্যথা... বাকিটুকু পড়ুন

৬১ টি মন্তব্য      ৩৮২ বার পঠিত     ১১ like!

চেয়েছিলে বর-বউয়ের পাতানোখেলা খেলবে, বরং এসো বুলেট বুলেট খেলা খেলি

লিখেছেন মরুর পাখি, ০৯ ই এপ্রিল, ২০১১ দুপুর ২:৫৩

ময়ূর ও ময়ূরী - ০৬
------------------------------------
ও পাতায় লিখো না
ওটা আমার গোলামি মস্তিষ্ক,
ওভাবে ধুয়ে নিও নাকো শোক
পাবে নাকো গোলাপের এতটুকু স্পর্শ।

প্রেমের সমাবর্তনে এসেছিলে
হয়তো পেয়েছিলে শুকনো ঠোঁটের ঠান্ডা আদর,
ঘুনেপোকার উল্লাস দেখনি তুমি,
বোঝনি তখনও গোলাপের রং ফ্যাকাশে হচ্ছে
অমাবশ্যার সঙ্গিত শুনছি তখন।।

ওহাতে রেখো না হাত
ওটা আমার শ্রমিক সত্তা,
এভাবে জুড়িয়ে দিও নাকো ঘাম
পাবে পরাধিন... বাকিটুকু পড়ুন

৮৫ টি মন্তব্য      ৬১৭ বার পঠিত     ১২ like!

শ্রমের দেবতা - জীবন্ত বৈশম্যের বুক খুবড়ে খুবড়ে খাক।

লিখেছেন মরুর পাখি, ২৬ শে মার্চ, ২০১১ রাত ৮:০৭

হৃৎপিণ্ড - ০৬
------------------------------
বিড়ালের সমান্তরাল কান্না কেঁদে
শকুনের ক্ষুধাতুর চাতক মন,
প্রাণবন্ত মসলার খোঁজে আনাড়ি
কুকুরের সাথে দৌড় প্রতিযোগিতা।
অতৃপ্তির বাষ্প ওড়ে,
তোমার আমার ঘেউ ঘেউ সর্বজনীন ভাষা।
মানবের ভেতর জন্তুর দিন আর কতকাল !

ইচ্ছে গুলি বিধবা হয়ে হলুদ পাতার দিকে চায়,
হৃৎপিণ্ড লুটোপুটি খায় গোরস্থানের উঠনে,
জোড়া চোখ ভুলে যায় ভাতের রং
ভুলে যায় কুমারী সুখ।
নির্ঘুম... বাকিটুকু পড়ুন

৬৬ টি মন্তব্য      ৩০৪ বার পঠিত     ১৫ like!

কংক্রিট ভালবাসা গলেছে, ব্যক্তিত্বের চাবুকে খসে পড়ছে মায়ার আস্তরণ।

লিখেছেন মরুর পাখি, ২০ শে মার্চ, ২০১১ সন্ধ্যা ৬:৫৩

ময়ূর ও ময়ূরী- ০৫
-------------------------------
তোমার আমার রঙিন ঘর
ফার্ন-ছত্রাকের অবাধ আবাস,
অস্তগামী প্রেমের তীব্র গোঙানি
বেদনার বালিসে ব্যর্থ অশ্রু।

মিছেমিছি খুঁড়ছো ব্যবধানের পুকুর,
রংচটা ভালবাসা এবার করছো ঘোলা,
ফুসফুসে জমেছে ক্ষোভের আলকাতরা,
পঙ্গু মন ভাঁজ খুলেছে অক্সিজেনের আশায়।

গত হওয়া মিলনের জলসা ফিকে হয়েছে,
পালাচ্ছে রকেট গতির আনবিক ভালবাসা,
বস্তায় ভরেছ অপ্রাপ্তির ময়দা,
বুঝেছি ভালবাসার তীব্রতা সময়ের ফাংশন।

ছিলনা কোন হৃদয়ের দালাল,
ছিলনা অবিশ্বাসের... বাকিটুকু পড়ুন

৬২ টি মন্তব্য      ৪৭৭ বার পঠিত     ১০ like!

হাইস্পিড ট্রেনে গলা কাটা ছিন্ন লাশটা আমারই হয়তো, ডাস্টবিনের গন্ধে তুষ্টি খুঁজেছিলাম -- পাইনি।

লিখেছেন মরুর পাখি, ১৩ ই মার্চ, ২০১১ সকাল ৯:১৭

হৃৎপিণ্ড - ০৫
-------------------------
হাইস্পীড ট্রেনে গলা কাটা ছিন্ন লাশটা আমারই হয়তো,
ডাস্টবিনের গন্ধে তুষ্টি খুঁজেছিলাম -- পাইনি।

হঠাৎ অস্থি - মজ্জার সুড়সুড়ি থেমে গেল
থেমেগেল তুষ্টির নেশা,
ক্ষুধার্ত হায়েনা খুঁজে পেল বেওয়ারিশ হরিণী,
স্টীম রোলার চলছে দেহের জোড়ায় জোড়ায়
চলছে রমণ, পরিশেষে এসিড আদর।

আকুতি ছিল - ছিল অশ্রু - ছিল অসহায় হৃদপিন্ড,
হায়েনার উল্লাসে সব গিয়েছিল ভেসে,
পতিত জমির... বাকিটুকু পড়ুন

৮৩ টি মন্তব্য      ৪৫৩ বার পঠিত     ১১ like!

মন চেয়েছে মেরুন শাড়ি, আয় নিয়ে যা------ দিয়ে যাস্ তোর বালিকা সুখ।

লিখেছেন মরুর পাখি, ১০ ই মার্চ, ২০১১ দুপুর ১২:২৮

ময়ূর ও ময়ূরী - ০৪
----------------------------------
ও বালিকা---
ভাল লাগে তোর চপল বিকেল,
চঞ্চল রং এর কুকুর ছানা,
উদাস দুপুরে বিড়ালের মিউ
আয় নিয়ে যা-------
চেয়ে দেখ তোর হরিণী চোখে।

সুখ সুখ তোর অনুভবের দোল,
বুক ভরে কাঁদিস শিশু কান্না,
চাই চাই তোর কলমি ফুল
আয় নিয়ে যা-----------
দিয়ে যাস্ তোর অশ্রু আবেগ।

তোর পিয়াস ঐ চাঁদের রাতে,
জোনাকির সাথে নাচানাচি,
চাই লক্ষ তারা ভেংচি... বাকিটুকু পড়ুন

১২৩ টি মন্তব্য      ৭৬৭ বার পঠিত     like!

বাবার ঔরসে পতিতা হাসে, বাতাসে অকাল মৈথুনের ঘ্রাণ।

লিখেছেন মরুর পাখি, ০৫ ই মার্চ, ২০১১ দুপুর ২:২৭

হৃৎপিণ্ড - ০৪
-----------------------------
আজ যাতনা করেছি লাভ
হেসেছি ভুলে লাজ,
থালা হাতে ফুটপাতে
অস্থি চর্মের মানবেরা স্বর্গ বানায় বিষে।
সূর্য্যের ক্ষয় দেখেছি আজ,
মানবের বুকে বসে দেবতার হাসি।
ওরে- কারে ভালবাসি!

মায়ের আঁচলে বিষ,
বাবার ঔরসে পতিতা হাসে,
বাতাসে অকাল মৈথুনের ঘ্রাণ।
শুক্রাণু আর ডিম্বানুর মেকি প্রেম
জীবিকার পা চাটে,
অলস হৃৎপিণ্ডে মৃত্যুর দিন গুনি।
ওরে- কারে ভালবাসি!

শহুরে পাগল নগ্ন দেহে
অযথা... বাকিটুকু পড়ুন

৯২ টি মন্তব্য      ৫৫০ বার পঠিত     like!

গুপ্ত তোমার ছলাকলা - ফড়িং ফড়িং মন,দিবস বেলায় আঁধার দেখায় - রাতে চপল ক্ষন,

লিখেছেন মরুর পাখি, ২৮ শে ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:০৬

ময়ূর ও ময়ূরী - ০৩
------------------------------------
কেমন ছলেবলে, কি যে অবুঝ চপল চাওয়া
ঘাস ফুলের বায়না।
ঐ কপোলে চাঁদের টিপ
ঝুরা এলো কুন্তল, কি যে তোমার চাহনী
সব ফেলে ছুটে আয় না।

অবুঝ তোমার মকমল মন
শুকনো অভিমান কাঁদছো সারাক্ষন,
অপরাধ ভুলে যেও
অভিমান তুলে নিও
সময়টা চুরি করে নাও কিছু শান্তনা।

ফিরে পাখি তার নীড়ে
কোন এক অবসরে
থামাতে সেই কান্না করছে... বাকিটুকু পড়ুন

৩৩ টি মন্তব্য      ২৭৩ বার পঠিত     like!

অমূল্য দেহগুলি দিন শেষে মলিন অর্জনের বালিসে মাথা গুঁজে

লিখেছেন মরুর পাখি, ১৯ শে ফেব্রুয়ারি, ২০১১ সকাল ১১:০৭

হৃৎপিণ্ড - ০৩
-----------------------
এ বাহু যার
অতৃপ্ত শকুনের গাঢ় জ্বালা মেটাবার,
কোষগুলিকে বাঁচিয়ে একটি মুহূর্ত হাসবার,
তার নির্লিপ্ততা আর কতকাল!
জীবিকার সওদা হয়ে মূল্য গুনবে।
মাছের কাঁটার দিকে চেয়ে বিড়াল মন,
সহসা হৃৎপিণ্ড চুপসে যায় বাতাসার মত।

কাকের ডাকে ঘুম ভাঙ্গা দেহ
দিন-রাত্রির সঙ্গমে জ্বালানী হারায়,
শ্রম আর মালিকের অবৈধ চুমুতে
মাগনা ঘাম ঝরে,
যে দেহটি হাতুড়ি- কাস্তের খেলা খেলে,
তার একপ্রান্ত... বাকিটুকু পড়ুন

২৯ টি মন্তব্য      ২১২ বার পঠিত     like!

তুমি বধু বেশে - আমি কৃষক তোমার।

লিখেছেন মরুর পাখি, ১৫ ই ফেব্রুয়ারি, ২০১১ দুপুর ১২:৪১

ময়ূর ও ময়ূরী - ০২
----------------------------------
এ কৃষকের ঘরে নবান্ন হয়ে
তুমি বধু বেশে,
এসো অর্ধবছর পর
কোলে তুলে নিব ঘরে, তুমি বধু বেশে
আমি কৃষক তোমার।

আশ্বিনের ঝড়ে ভেঙ্গেছিলে তুমি
ভেঙ্গেছে তোমার শাখা,
ভয় নেই নবান্নে ভাসি
বন্ধ্যা ভূমিতে ফলাই ফসল আমি,
ছুঁয়ে তোমার শাখা
ঘোচাব আশ্বিনের ব্যাথা।

সূর্য্য পিঠে, ক্ষুধা পেটে নিয়ে
কত কষ্টের ফসল তুমি,
আমার গোলায় মজুদ সোনালী ধান,
হোক অর্ধ... বাকিটুকু পড়ুন

২৪ টি মন্তব্য      ৫৩২ বার পঠিত     like!

প্রিয়ার চুম্বন - তুমি পশুর কামড় হয়ে খুবড়ে খাও আমায়।

লিখেছেন মরুর পাখি, ১৩ ই ফেব্রুয়ারি, ২০১১ রাত ৮:৫৫

হৎপিণ্ড - ০২
------------------------------
ভালবাসা - জবাই হও শিকাগোতে,
পিষ্ট হও কামারের হাতুড়ির নিচে,
প্রিয়ার চুম্বন - তুমি পশুর কামড় হয়ে খুবড়ে খাও আমায়,
এ দাবানলে তোমার উষ্ণতা মূল্যহীন,
শুষ্ক হও, আগুনে ঝলসানো দিগম্বরী হও।
মানবিক অভাবের উর্ধ্বমুখী নকশা সময়ের সমানুপাতিক।

গোলাপ, কাঁটাগুলি মেলে ধরো - সৌরভে বড় ব্যথা,
চাঁদ - নিভে যাও, না হয় মধ্যাহ্নের... বাকিটুকু পড়ুন

৪২ টি মন্তব্য      ৩৮১ বার পঠিত     like!
আরো পোস্ট লোড করুন
ব্লগটি ৬৮৪১ বার দেখা হয়েছে

আমার পোস্টে সাম্প্রতিক মন্তব্য

আমার করা সাম্প্রতিক মন্তব্য

আমার প্রিয় পোস্ট

আমার পোস্ট আর্কাইভ