ভালবাসার নাম "কো-ডিপেনডেন্ট ট্রমা"
ময়ূর ও ময়ূরী-০৮
----------------------------------------
তুমি বলতে--এসো অপরিচিত হয়ে যাই! লেজ নাড়াই,
আমি তোমার চঞ্চল কুকুর, তুমি আমার বিষণ্ণ বিড়াল।
আবেগী কুকুরটা তোমাতেই ডুবে- তোমাকেই সেবিছে,
যুগ ধরে! ঘুরছে চিরবিষণ্ণ বিড়াল বৃত্তে।
আদর-আক্রোশের গোপন খেলায়, ট্রমা বন্ডের শক্ত-গেরোয়,
বেঁধেছ বিশ্বস্ত কুকুরের স্বাধীনতা।
আদরে-আহারে নিঠুরে-কঠোরে, ডোপামিন আর কর্টিসলে- মাতাল
কুকুরের আত্মা পুরেছ ইঁদুরের ভেতর।
নিয়ম করে এ-বেলা ডোপামিন তো... বাকিটুকু পড়ুন
