হৃৎপিণ্ড - ০৪
-----------------------------
আজ যাতনা করেছি লাভ
হেসেছি ভুলে লাজ,
থালা হাতে ফুটপাতে
অস্থি চর্মের মানবেরা স্বর্গ বানায় বিষে।
সূর্য্যের ক্ষয় দেখেছি আজ,
মানবের বুকে বসে দেবতার হাসি।
ওরে- কারে ভালবাসি!
মায়ের আঁচলে বিষ,
বাবার ঔরসে পতিতা হাসে,
বাতাসে অকাল মৈথুনের ঘ্রাণ।
শুক্রাণু আর ডিম্বানুর মেকি প্রেম
জীবিকার পা চাটে,
অলস হৃৎপিণ্ডে মৃত্যুর দিন গুনি।
ওরে- কারে ভালবাসি!
শহুরে পাগল নগ্ন দেহে
অযথা সুখ তার অকারণে হাসে,
ক্ষুধা, ব্যথা জীবনালঙ্কার।
তুমি সুগন্ধি মেখে পাশাপাশি
মৃত্যুতে শেষ জানি।
ওরে- কারে ভালবাসি!
চাঁদের নির্যাস, গোধুলীর সুখ, কাব্যের রস
তোমরা অন্ধকারে ঘুমাও,
কুৎসিত পাগল বিষ্ঠার সুখে,
চিরকাল বেঁচে থাকে এখানে ওখানে
জীবনের উঠনে।
খুলনা
১৪/০৫/২০০৭ ইং
বি.দ্র: বানান ভুলে ক্ষমা প্রার্থী।
সর্বশেষ এডিট : ১২ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৫২