রেকর্ড হবে না জানি...
কেননা বাংলাদেশের থেকে ইন্ডিয়ার জনসংখ্যা বেশী এবং ফেবু ইউজারও বেশী!!
ফলাফলে ওদের প্রো পিক বেশী চেঞ্জ হবে!
তবে একটা ধ্রুব সত্য হচ্ছে আমরা বাংলাদেশীরা যারা প্রো পিক চেঞ্জ করছি - তারা কিন্তু কোনো রেকর্ড এর আশায় প্রো পিক চেঞ্জ করছি না! জাস্ট কারো প্রো পিক এ যখন টাইগার্স লোগো দেখছি বুকের ভিতর কেমন যেন এক শিহরণ বয়ে যাচ্ছে! আর আগুপিছু না ভেবে সাথে সাথেই প্রো পিক টা চেঞ্জ করে ফেলছি!!
ঠিক এটার নামই ভালবাসা!! এক পলকে ভালবেসে ফেলার মতই!! ভালবাসি বাংলাদেশ! ভালবাসি টাইগার্স!!
তোমরা হারো কিংবা জেতো, তোমাদের বুকের মাঝে যে দেশকে কিছু দেয়ার প্রেরণা থাকে তা আমরাও বাইরে থেকে উপলব্ধি করি! আর সে কারনেই তোমাদের সমর্থন দিয়ে যাই এবং যাব আ'জীবন!
এক বার হারো কিংবা একশ বার হারো আমরা তোমাদের কাছে ঋণী রয়ে যাব! কেননা এই জাতিকে কখনো কোনো ইস্যুতে এক না করা গেলেও তোমরাই এই জাতিকে বারবার এক করে দিতে পেরেছো!
শিক্ষক, ছাত্রের গলা জড়িয়ে ধরে উল্লাস করেছে! ব্যাংকার, রিকশাওয়ালার গলা জড়িয়ে ধরে উল্লাস করেছে! হিন্দু মুসলিম একাকার হয়ে গিয়েছে, চা দোকানী, মুদি দোকানী, বিশ্ববিদ্যালয় শিক্ষক, প্রাইমারী শিক্ষক, ফুটপাতের মুচি থেকে শুরু করে উপর তলার অফিসার পর্যন্ত আনন্দে এক মিছিলে 'বাংলাদেশ' 'বাংলাদেশ' রব তুলে রাস্তা প্রদক্ষিণ করছে!!
এমন দৃশ্য, এমন উপলক্ষ ক'দিন পেয়েছে বাংলাদেশ বলা যায়...?
এগিয়ে যাও তোমরা, পিছনে আমরা পনের কোটি নিরানব্বই লাখ নিরানব্বই হাজার নয়শ নিরানব্বই জন আছি- বাকি একটা শালায় আমার ফ্রেন্ড! শালায় কাট্টা ইন্ডিয়ান বাংলাদেশ ওর সমর্থন কোনদিন পায় নাই! দোয়া করবেন আজ যেন ওই টা রে একটা উচিত জবাব দিতে পারি!!
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৬ সকাল ৮:৪১