মানবতা শুধু ওদের জন্যই আর হতভাগা আয়লান' তোর জন্য শুধুই ঘৃণা!!!
আয়লান রা মরে-
তারা মরে মরে প্রমাণ করে যায় তারা ছিল পৃথিবী নামক নরকের জ্বলন্ত কয়লা !
আয়লান রা ঝরে-
তারা ঝরে গিয়ে বলে যায়, তারা সেই নরকেও ছিলো কতটা নির্যাতিত !
আয়লান রা ঘুমায়-
আয়লানদের জায়গা পৃথিবীতে হয় না, তাদের সৈকতে শুয়ে সাগরের জল পেতে ঘুমোতে হয়!
আর কত লজ্জা হলে, লজ্জিত হবে পৃথিবী!
আর কত ধিক্কার হলে, সোচ্চার হবে ধরণী!
থাকব না এ ধরায়, যেখানে নিষ্পাপ আয়লান'দের ঘুমোবার যায়গাটুকু নেই!
যেখানে সৈকতে গিয়ে ঘুমোতে হয় আয়লানদের!!
লজ্জা! লজ্জা! লজ্জা!
মানুষ তাদের আশ্রয় দেয় না ঠিকই কিন্তু সাগর তাদের আপন করে নিয়েছে!
বিছিয়ে দিয়েছে তার কোল!
আয়লান রে... ভাই আমার!
ঘুমা... মানবতা তোর জন্য নয়!
ওটা ওদের শো'কেসে থাকা কাঠের পুতুল!
সর্বশেষ এডিট : ০৮ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:৪০