-কী ফুল পছন্দ তোমার?
-আমার তো সব ফুলই পছন্দ।
-তারপরও বলো, কোন ফুল সবচেয়ে বেশি ভালো লাগে?
-ফুল তো ফুলই। যখন যেই ফুল পাই সেই ফুলই ভালো লাগে।
-তার মধ্যে সবচেয়ে বেশি কোনটা? নিশ্চয়ই গোলাপ?
-গোলাপে কাটা আছে।
-গোলাপের কাটা কীসের প্রতীক জানো?
-হ্যাঁ জানি, গোলাপ হলো রক্তের প্রতীক।
-সেটা কীভাবে?
-মানুষ যখন গোলাপ ফুল তুলতে যায় তখন হাতে কাটা বিধে রক্ত বের হয় তাই এটা রক্তের প্রতীক, মানে কষ্টের প্রতীক।
-তাহলে গোলাপ ফুল তোমার অপছন্দের ফুল?
-আমি তো বলিনি কোন ফুল আমার পছন্দের, আর কোন ফুল অপছন্দের ।
- সাবিহা তুমি অনেক চালাক হয়ে গেছ, তাই না?
-বাসার সবাইতো আমাকে বোকা ভাবে, যেমন সাদিয়া আপু আমাকে ভাবে পৃথিবীর সবচেয়ে বড় বোকা।
হাটতে হাটতে মবিন একটি ফুলের দোকানের সামনে থামল। এরপর দোকানদারের কাছ থেকে একটা তাজা গোলাপ কিনল। হাতে নিয়েই মবিন কান্ডের সাথের কাটা গুলো ভাংতে লাগল। হঠাৎ করে একটি কাটা মবিনের আঙ্গুলে বিধে গেল। তারপর রক্ত বের হতে লাগল।
এ সময় সাবিহা বলে উঠল, ‘আমি আগেই বলছিলাম না ভাইয়া, গোলাপ রক্তের প্রতীক! এখন বুঝেন তার মজা!
মবিন ব্যথায় উঃ উঃ করতেছে আর সাবিহা হাসতেছে। হাঁসতে হাঁসতে যেন মাটিতে পরে যাচ্ছে। এসময়য় মবিন সাবিহাকে বলল, ‘ফুলটি ধরো, আমি আঙ্গুলটি চাপ দিয়ে ধরে রাখি। একটু পরেই ঠিক হয়ে যাবে’। সাবিহা যখন মবিনের হাত থেকে গোলাপটি নিতে গেল মবিন তখন রক্তাক্ত হাত দিয়েই সাবিহার হাত ধরল এরপর সাবিহাকে নিয়ে হাটতে লাগল। এতে সাবিহার হাতেও রক্ত ভরল। মবিনের আঙ্গুল দিয়ে রক্ত পরা বন্ধ হচ্ছে না। একটু সামনে গিয়েই দেখল একটা মাঠ। মাঠ পেয়েই মবিন বসে পড়ল। সাবিহা দাঁড়িয়ে রইল। মবিন সাবিহার হাত ধরে টেনে বসালো। এরপর মবিন বলল, ‘সাবিহা আজ তোমাকে একটা সারপ্রাইজ দেবো’। সাবিহা হসে হেসে বলল, ‘ও বুঝেছি আজ বুঝি সেই আঁকা ছবিটা দিয়ে দিবেন তাই না? আমি ঐ ছবি কখনও নিতে পারব না। আর শোনেন, আমার এখন বাসায় যেতে হবে, না হলে আম্মু যেই সারপ্রাইজ দিবে কাঁদতে কাঁদতে চোখ ভাসাতে হবে’। এ সময় মবিন নিজ হাতে আঁকা সাবিহার ঐ ছবিটা বের করল। তখনও তার হাত দিয়ে রক্ত বের হচ্ছিল। মবিন যখন ছবি বের করছিল তখন সাবিহা তাকিয়ে দেখতেছিল। সাবিহা ছবি দেখে অবাক হয়ে গেল। ছবিটি যেন একবারে তার অবিকল। মবিন ছবিটি টান করে হাতের রক্ত দিয়ে ছবির উপর লিখে ফেলল, “I love you Sabiha”. সাবিহা তখন লজ্জায় মুখ লুকাচ্ছিল। এরপর মবিন সাবিহার হাত টেনে এনে ঐ রক্ত দিয়েই হাতের উপর লিখে ফেলল, ‘I will die without you’. এ সময় মবিনের চোখ দিয়ে জল পরতেছিল। সাবিহার মন তখন ভারি হয়ে গেল। পরে সাবিহা তার ওড়না দিয়ে মবিনের চোখ মুছে দিতে দিতে বলল...
.
উপন্যাসঃ অপেক্ষা ২
একুশে বইমেলা ২০১৯