কে এম মন্জুর হোসেন খান
প্রতদিনি একটা নিদৃষ্ট নিয়মে
সূর্যটা আকাশে উঠছে -
ফুটছে ফুল, ডাকছে পাখি।
তারাগুলো আকাশে জ্বলে, উড়ে বেড়ায় জোনাক।
চাঁদের আলোয় পূর্ণিমা হাসে -
আসে ভোর মিষ্টি সুভাসে বাতাস,
আসে শীত, আসে বসন্ত,
আসে নতুন যুগের নতুন মেহমান।
চলে যায় পুরোনো সব, সব কছিু
শুধু পড়ে থাকে সাক্ষী হয়ে, মহাকাল অনন্ত।
ওদের স্থায়ীত্ত্ব হয়তো খুব বেশী সময়ের হয় না।
ওরা আসে তবে থাকেনা, ওরা চলে যায়।
ওরা এমন এক পরবিশে সৃষ্টি করে যে -
ওদের স্মৃতি অবুঝ এ মনকে নাচায়।
ওদের অস্তিত্ব কারো স্মৃতিতে রাখতে হয়না
ওরা নিজেরাই স্থান করে নেয় সেথা।
ওদেরকে ভালোবাসতে হয়না কভু,
ওরা নিজেরাই ভালোবাসা নিয়ে - দূর করে সব ব্যাথা।
আমি এসেছি,
কখন যে চলে যাবো তার কোন ঠিক নেই।
হাসাতে পারিনি, হয়তো ব্যাথা দিচ্ছি মনে,
হয়তোবা জেনে অথবা না জেনেই।
বাড়াচ্ছি শত্রু, গড়ছি ব্যাথার পাহাড়।
ঝরাচ্ছি অশ্রু, সরাচ্ছি জীবনের সুখ।
এত কছিুর মাঝেও চেয়েছি ভালোবাসা পেতে।
না থাক, কি পেয়েছি আর কি পাইনি
কোন হিসাব চাইবোনা আর।
শুধু চাইবো, জোর করইে চাইবো -
একটু মনে রেখো আমায়,
যখন রইবোনা আমি তোমাদের মাঝে
হয়ে তোমাদের দুঃখ আধার।
আশাকরি আপনাদের মতামত জানাবেন। আমার পূর্বের কবিতা গুলিঃ
আমার সকল পোস্ট (ক্রমানুসারে)
অবাস্তব সত্য
“স্মৃতিতে অতীত”
“ছোট্ট পৃথিবী”
“ইতিহাস শুধুই কাঁদে”
বৃষ্টির প্রতি......
একটু এসিড দাও
এলোমেলো স্মৃতিরা
হারায়ে খুঁজি
ব্যাথাটা আমারই
কারন অজানা
ওরা কারা
এসো নেই অগ্নিশপথ
আমার ভালোবাসার এলোমেলো স্মৃতির পাতা
সর্বশেষ এডিট : ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:২৮