কে এম মন্জুর হোসেন খান
একটা সময় ছিলো, যখন
যৌবন মানে, টগবগ করা রক্তে -
সৃষ্টির নব উল্লাস।
একটা সময় ছিলো, যখন
যৌবন মানে, হৈ-চৈ করে বেড়ানো -
পদদলিত সকল হাহুতাশ।
একটা সময় ছিলো, যখন
যৌবন মানে, বন্ধন হারা -
সর্ব আনন্দের একছত্র কর্তা।
একটা সময় ছিলো, যখন
যৌবন মানে, অপরাজিত সৈনিক -
জীবন যুদ্ধের নব বিজয়ের স্রষ্টা।
একটা সময় ছিলো, যখন
যৌবন মানে, না মানা শত বাঁধা -
পাড়ি দেয়া শত দুর্গম পথ।
একটা সময় ছিলো, যখন
যৌবন মানে, দেবতার বাঁধা -
আটক করা খেয়ালিপনার রথ।
একটা সময় ছিলো, যখন
যৌবন মানে, খেয়ালি বিধির বক্ষ শেল -
বিষ্ণুর চোখে যম দূত।
একটা সময় ছিলো, যখন
যৌবন মানে, দুর্দম, দুর্বিনীত, নৃশংস -
আর সৃষ্টির সকল সুখ।
একটা সময় ছিলো, যখন
যৌবন মানে, জাতির কান্ডারি -
হয় মুক্ত পথের পথিক।
একটা সময় ছিলো, যখন
যৌবন মানে, জাতির কামনায় -
ফিরে আসুক বারবার, পথ দেখাও সঠিক।
সেই যৌবন, আজ -
এসিড নিক্ষেপ করে,
করে খুন-ধর্ষণ-সন্ত্রাসী।
সেই যৌবন, আজ -
কালো টাকার চাটুকারিতা করে,
থাকে নেশার রাজ্যে ডুবি।
সেই যৌবন, আজ -
শেকল পায়ে বন্দি,
গাইতো যারা শেকল ভাঙ্গার গান।
সেই যৌবনের মনুষত্ব আজ -
গড ফাদারের খেয়াল খুশি,
আর গডফাদারেরই মান সম্মান।
আমার পূর্বের কবিতা গুলি
“ছোট্ট পৃথিবী”
“ইতিহাস শুধুই কাঁদে”
বৃষ্টির প্রতি......
একটু এসিড দাও
এলোমেলো স্মৃতিরা
হারায়ে খুঁজি
ব্যাথাটা আমারই
কারন অজানা
ওরা কারা
এসো নেই অগ্নিশপথ
আমার ভালোবাসার এলোমেলো স্মৃতির পাতা
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৫৬