কে এম মন্জুর হোসেন খান
এ যেন এক ছন্দ রসিকের ছন্দ হারা গান
পথ হারা কোন পথিকের পথচলা
সুর হারিয়ে ফেলা কোন রাখালিয়ার-
পাখির কন্ঠে খুঁজে পাওয়া গান।
যদিও দেখা হয়নি অনেক কিছু
শোনা হয়নি কত মধুর তান,
হাটা হয়নি খোলা এ বিশাল প্রান্তর,
তবুও মনে হয় ছোট্ট এ পৃথিবী, যেন মাঠ একখান।।
অগুনিত খেলোয়াড় আছে হেথা সেথা
ভাসে রকমারি খেলার নাও,
ভুল শুদ্ধের চুলচেরা বিচার হবে
এ যে হরেক খেলার একটাই দাও।(ফল)
একটু ভুলের দিতে হবে মাশুল বিরাট
শুধরে নেয়ার আসবেনা সময়।
সে যে চলে গেছে জীবন থেকে
ফেলে আসা অতীতের নীল বেদনায়।
বেদনার জ্বালায় পুড়ে যাবে বুক
কোথাও পানি রবে’না নেভাবার;
অদেখা ভাগ্য করে যাবে পরিহাস
শুধু চোখের জলে’ই যা ধূয়ে যাবে বারবার
ভাগ্যকে নিয়ে জুয়া খেলা
যেন ভাগ্যের ভাগ্যেই থাকে লেখা।
এখানে-
খেলোয়াড়ের পিছু দেখার যে থাকেনা সময়
যদিও এ খেলার ফলাফল প্রায়ঃশই শূণ্য।
শুধু, রঙ্গিন জীবনের খাতাখানা পদদলিত হয়
আর-
ছন্দ রসিকের ছন্দের মনখানা হয় ক্ষুন্ন।।
আমার পূর্বের কবিতা গুলি
“ইতিহাস শুধুই কাঁদে”
বৃষ্টির প্রতি......
একটু এসিড দাও
এলোমেলো স্মৃতিরা
হারায়ে খুঁজি
ব্যাথাটা আমারই
কারন অজানা
ওরা কারা
এসো নেই অগ্নিশপথ
আমার ভালোবাসার এলোমেলো স্মৃতির পাতা
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৫:৪৩