কে এম মন্জুর হোসেন খান
জীবনটাই যেন কেমন-
কখনও মনে হয় নদীর জোয়ার ভাটা,
আবার কখনওবা আকাশের কালো মেঘ
কখনওবা রাতের আকাশের তারার মতন।
এখানে কখন যে কি আসবে
আবার কখন যে ফুরিয়ে যাবে
টেরই পাওয়া যায় না।
তাই ভাবি, প্রায়ই ভাবি-
স্নেহের বন্ধন, ব্যাপারটা আসলে কি?
এ মুহূর্তে যাকে ভালো লাগলো
ভালো লাগলো যার হাসি, কথা।
যার জন্য অপেক্ষা করা যায় অসীম সময়-
গাঁথা যায় স্বপ্নের রঙ্গে হাজার মালা।
যার জন্য সব ছেড়ে-ছুড়ে,
অজানার পথে,অচেনা রথে চলা যায়।
রক্তের বন্ধন ছিন্ন করে-
আত্মার বন্ধন ক্ষুন্ন করে
শত সহস্র যুগের জমানো সব সম্মান
মুহূর্তের মাঝে বিসর্জন দিয়ে
অজানার সাথে, অচেনা পথে হাটা যায়।
ঠিক সে ই কেমন করে যেন হারিয়ে যায়।
কেমন করে যেন, সে আবার সাধারন হয়ে-
কাগজের নৌকার মতন, বৃষ্টির জলে ভিজে-ছিড়ে
টুকরো টুকরো হয়ে যায়!
এ জীবনটাই যেন কেমন-
ভুলে যায় সেই ফেলে আসা দিনের কথা।
ভুলে যায় সেই বন্ধন, মায়া ভালোলাগার কথা।
ঠিক যেন সাগরের বুকে ভাসমান ভেলার মতন।
এখন আর ভালো লাগেনা অপেক্ষা।
স্বপ্নের রং সাদা কালো হয়ে যায়।
দীর্ঘ্যশ্বাস; সে আত্মার আত্মীয় হয়ে-
সকল ইতিহাস মুছে নিয়ে উড়ে যায় দূরে।
থাকেনা তখন কেউ,
থাকেনা স্বপ্নের রঙ্গীন স্মৃতি।
থাকে না সে ও, থাকেনা প্রীতি।
থাকে শুধু অপেক্ষা, থাকে কিছু গীতি।
বিদায় ওগো ভালোবাসা। হইয়ো প্রজাপতি।
আমার পূর্বের কবিতা “ব্যাথাটা আমারই”
সর্বশেষ এডিট : ০৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৫