ব্যাথাটা আমারই
কে এম মন্জুর হোসেন খান
বৃষ্টি আমি তোকে ভীষণ ভালোবাসি-
তুই এলে, মুছে যায় সব আবর্জনার স্তুপ।
কিন্তু আমার মনের কোথায় যেন-
এক অজানা ব্যাথা এসে বাসা বাঁধে
কোন এক অচিন ব্যাথায় যন্ত্রনা করে খুব।
বৃষ্টি আমি তোকে ভীষণ ভালোবাসি-
তুই এলে, প্রকৃতিতে এক নতুন দুয়ার খোলে।
কিন্তু, আমার মনের দুয়ার বন্ধ,
কোন উচ্ছাস নেই, নেই আনন্দ,
শুধু কি এক অচিন ব্যাথা বারবার যায় দুলে।
বৃষ্টি আমি তোকে ভীষণ ভালোবাসি-
তুই এলে, কৃষকের মুখে হাসি ফোটে,
কিন্তু, আমি যখন তোর ঝরে পড়ার শব্দ শুনি,
তোর শীতলতায় অলস হয়ে পড়ি, ঠিক তখন-
কোন এক অচিন ব্যাথার যন্ত্রনা ওঠে বুকে।
যদিও আমি ব্যাথাটাকে চিনি,
জানি তার পরিচয়।
শুধু প্রকাশ করতে পারি না, তার
কেন, কোথায়, কিভাবে হয় থাকা।
আমার পূর্বের কবিতাটি “কারন অজানা”