কারন অজানা
কে এম মন্জুর হোসেন খান
বাতাসেন গায়ে বেদনার আভাস,
মেঘেদের চোখে অশ্রু।
পূর্ণিমার চাঁদে বিরহের ছায়া,
সূর্যিটা হলো যেন অবাস্তব বস্তু।
নদীর স্রোত হারিয়েছে তার চলার পথ,
প্রজাপ্রতিরা সব চুপচাপ বাসায়।
বাগানের সব ফুল ঝরে গেছে হঠাৎ,
সময়টাও যেন পথ হারিয়ে থমকায়।
হারিয়েছে তান পাখিদের গানে,
কাকেদের ডাক যেন কুহু-কু।
রাখালিয়ার বাঁশিতে সুর কেন আসে না আর,
চুপচাপ তাই বসে আছি শুধু।
হঠাৎ ব্যাথা ওঠে বুকে, যদিও রোগ নেই কোন,
হারিয়ে যায় এ মন কোথায় যেন।
বুঝিনা এ কিসের ব্যাথা, উঠলো কিভাবে, কেন?
নিজেকে তখন নিজেই শুধাই
হয়েছে কি? হচ্ছে কেন এমন?
কোন উত্তর খুঁজে পাই না।
চুপ করে সে বসে থাকে-
যেন বোবা কালার মতন।
আমার পূর্বের কবিতা ”ওরা কারা”