ওরা কারা!
কে এম মন্জুর হোসেন খান
কবি গুরু,
তোমার লেখা গুলি ভীষণ পীড়া দেয় আমায়।
মন শুধু বলে “বাঁচিতে চাহিনা এ সুন্দর ভূবনে-
কুৎসিত চেহারার দু’পেয়ো দৈত্যের সামনে।”
তুমি কি কভু ভেবেছিলে গুরু-
মিলির মত মেয়ে হবে ধর্ষণের শিকার!
পরদিন যার স্কুলে যাওয়ার কথা,
সে-ই হবে গোরস্থানের অংশিদার?
ওগো সাম্যের কবি,
তুমি কি জানো, বৈসম্য কাহাকে বলে?
উহা কত প্রকার ও কি কি?
জানার যদি ইচ্ছা থাকে, তবে চলে এসো,
আমরা তাহা বিশদ ভাবেই জানি।
আমরা যৌবনের সঙ্গাও জানি-
জানি; যৌবন মানে খুন-ধর্ষণ-হত্যা-রাহাজানি।
কবি গুরু;
তুমি নাকি প্রেমের কবি,
তবে জানতে না প্রেমের মানে।
তোমাকেই বলছি, শুনে রাখো তুমি।
প্রেম মানে;-
রাজি না হওয়া মেয়ের মুখে ছোড়া এসিডের পানি।
যৌবনের কবি;-
তোমার ভাবনার যৌবন আজ অনেক পরিপক্ক।
ওরা সত্যের কাছে মাথা নোয়ায় না-
তবে মিথ্যাকে নিয়ে করে ফুর্তি।
ওদের উর্দির নীচে বিশাল শরীর-
শুধু বুকের ভেতর কংকাল মূর্তি।
[উৎসর্গঃ মিলি(১০) ৫ম শ্রেণির ছাত্রী। সংবাদ-প্রথম আলো(০৩/০৫/২০০৫)]
আমার আগের কবিতা ”এসো নেই অগ্নিশপথ”