এসো নেই অগ্নিশপথ
কে এম মন্জুর হোসেন খান
কাঁদে ইতিহাস, কাঁদে আমার মা;
কাঁদে শহীদের রক্তাক্ত আত্মা, স্বামী হারা সেই বোন,
গান হারা পাখি, ছেলে হারা পিতা।
কাঁদে আকাশ, বাতাস, পিচঢালা পথখানা।
কাঁদে কবি গুরু, কাঁদে সুকান্ত-নজরুল;
কাঁদে রূপসী বাংলার কবি, পল্লী মায়ের সন্তান,
বঙ্গ মাতার খেয়ালী পুত্র, শীল্পাচার্য্য জয়নুল,
কাঁদে লালন, শরৎ, বেগম রোকেয়া, শামসুর রাহমান।
কাঁদে তিতুমীর, কাঁদে মাস্টার দা সূর্য সেন;
কাঁদে সাত বীর শ্রেষ্ঠ, ভাষা শহীদগন;
আমার সোনার বাংলা, নিরবে বয়ে চলা নদী।
কাঁদে পতাকা, মানচিত্র, বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান।
ওদের কান্না, আমাদের হাসি-
মিথ্যাকে যে আজ মোরা বড্ড বেশীই ভালোবাসি।
ওদের কান্না, আমাদের হাসি-
অন্যায়ের বয়ে চলা রথে, মনুষত্বের গলে পড়াই ফাঁসি।
ওরা কাঁদে, আমাদের ভবিষ্যত দেখে,
ওরা কাঁদে, আমাদের দুঃখের কথা ভেবে,
ওরা কাঁদে, আমাদের মেরুদন্ড ভেঙ্গে গেছে বলে,
ওরা কাঁদে, আমরা কাঁদবো ভেবে।
এখনই তো সময়-
এসো হে নবীন নেই অগ্নিশপথ;
সত্যিকারের মানুষ হবো,
বাধাবিঘ্ন সব মাড়াবো,
তাড়াবো সব হিংসা, অন্যায়,
থাকবো বেঁচে স্বাধীন বাংলায়।
আর তা দেখে-
হাসবে ওরা, হাসবো মোরা,
হাসবে বিশ্ব:
শুধু কাঁদবে কু রা।