হাঁটতে বের হলাম আমার বেড়ে ওঠার স্মৃতি-বিজরিত মোহাম্মাদপুর এলাকায়। তাজমহল রোডের ওদিক দিয়ে হাঁটতে গিয়ে ছবি তুলে ফেললাম মমতাজ জেনারেল স্টোরের। এই জেনারেল স্টোরগুলা পাড়ার প্রাণবিশেষ, বাকিতেও কখনো কত জিনিস কেনা হতো!
এর পরের ছবিটা হঠাৎ করেই তোলা। সবুজ পাতা আর লাল বিল্ডিং-এর কনট্রাস্ট, এই যাহ।
এরপর হেঁটে ফেরৎ আসার পথে এই দৃশ্য; চা স্টল আর ভিক্ষুক; রাস্তায় দাঁড়িয়ে এক জায়গায় চা খাওয়াও হচ্ছিল বটে।
চা খাওয়ার সময় সিঙ্গারা গরম রাখার বুদ্ধিখানাঃ
রাস্তায় বিক্রি হচ্ছিল স্যান্ডেলঃ
ইসলামিয়া লাইব্রেরিতে ঢুঁ মেরে চাচার সাথে একটু গল্পঃ
শেষে নূরজাহান রোডের ছায়াঘেরা একটি রাস্তাঃ
সর্বশেষ এডিট : ০১ লা অক্টোবর, ২০১৭ দুপুর ২:০৩