১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে সহায়তা দানের বিনিময়ে ভারত যা কিছু পাওয়ার আশা করেছিল, তা পাওয়া শুরু হয়েছে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরেক মেয়াদে ক্ষমতায় থাকলে ভারতের লক্ষ্য অর্জিত হতে পারে। গত বুধবার ভারতের রাজধানী নয়াদিল্লিতে এক সেমিনারে এ কথা বলা হয়।
বাংলাদেশের স্বাধীনতার ৪০ বছর পূর্তি উপলক্ষে ভারতীয় সেনাবাহিনীর তহবিলে পরিচালিত থিঙ্ক ট্যাংক সেন্টার ফর ল্যান্ড ওয়ারফেয়ার স্টাডিজ (সিএলএডব্লিউএস) আয়োজিত ‘১৯৭১ যুদ্ধ : সেরা জয়’ শীর্ষক এক সেমিনারে প্রশ্নোত্তর পর্বে নিরাপত্তা বিশেষজ্ঞ মেজর জেনারেল (অব অশোক মেহতা বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করেন।
ভারতের বৃহত্তম বেসরকারি বার্তা সংস'া ইন্দো-এশিয়া নিউজ অ্যাজেন্সি (আইএএনএস) পরিবেশিত খবরে বলা হয়, জেনারেল মেহতা বলেন, যুদ্ধের সময়ে আশা করা হয়েছিল যে বাংলাদেশের সৃষ্টি হলে ভারতের পূর্বাঞ্চলের পরিসি'তি শান্ত হবে। কিন' সেটা অনেক বছরে ঘটেনি। শেখ মুজিব অনেক আগেই নিহত হন। এরপর ঘন ঘন সরকার পরিবর্তনে সমস্যাটি জটিল করে তোলে।
জেনারেল মেহতা বলেন, এখন পরিসি'তির পরিবর্তন ঘটেছে। আমাদের কমান্ডোরা যৌথ মহড়া চালাচ্ছেন। বাংলাদেশ সেনাবাহিনী প্রধান এনডিএ (ন্যাশনাল ডিফেন্স একাডেমি)-এ পাসিং আউটে স্যালুট নিচ্ছেন। উলফা (আসামের স্বাধীনতাকামী সংগঠন) বিদ্রোহীদের সমর্পণ করা হচ্ছে। একেবারে শুরুতে যা কিছু প্রাপ্তির আশা করা হয়েছিল তা পাওয়া যাবে যদি শেখ হাসিনা আরেক মেয়াদে তার জনগণ ও সেনাবাহিনীকে নেতৃত্ব দিতে পারেন।
শেখ হাসিনা আরেক মেয়াদে ক্ষমতায় থাকতে পারবেন কি না এই প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা নির্ভর করছে এ অঞ্চলের ভূ-রাজনীতির ওপর।