অজস্র অভিযোগ তার মাথায় কিন্তু ওনার দাবি সকল অশুভ শক্তি দিয়ে শুভ কাজের অংশিদার হতে চান।তিনি আমাকে প্রায়ই বলে থাকেন,আমি পোষ্ট দিই না তার কারন কি? কারনটি ব্যাখ্যা করা আমার কখনও সম্ভব হয়নি। কেমন করে বলি হয়না, সবার হয়না। যেমন আমাকে দিয়ে হয়না ব্লগে লেখালেখি। মগজের সকল স্নায়ুতে মনকে নিয়ে ঘুরে এসে দেখি ফলাফল শূন্য। মগজের কোন প্রান্তে এমন কিছু নেই যা আমার মনকে একটু উৎসাহিত করবে।বুঝলাম জ্ঞানের বড়ই অভাব।তাই ম্যাভেরিক, ইমন জুবায়ের-এর পোষ্ট যাই। যত পড়ি তত মনে হয় কত কিছুই আমার অজানা,জ্ঞানি পোষ্ট দেব .........সেই সাহস আমার হয়না। জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র আবেগ, অনুভূতি, ঘটে যাওয়া ঘটনা, ভাললাগা, মন্দলাগা, সকল বিষয়গুলোকে রাতমজুর,শ।মসীর,কাঙাল মামা, পাথুরে, আকাশ_পাগলা,বড় বিলাই, মনজুরুল হক,শ্রাবনসন্ধ্যা,ফারাতন্বী, অন্ধ দাঁড়কাক ,গোয়েবলস,একরামুল হক শামীম,আমড়া কাঠের ঢেকি,মাহবুবা আখতার,তাজা কলম,হাসান মাহবুব,নুশেরা,কাব্যে, জেরী,আইরিন সুলতানা,রাগ ইমন,কাঙাল মামা, অপ্সরা, আরিয়ানা, রনি রাজশাহী, পুরাতন,সহেলী, ভাঙ্গন,আউলা, সাইফুরের মত সুন্দর ও সাবলিল ভাষায় লিখতে পারি না।
কালপুরুষ, সুনীল সমুদ্র, সুলতানা শিরীন সাজি ওনাদের কবিতা পড়ে কবিতা লিখার সাহস হারিয়ে ফেলেছি। ইংরেজী গান শুনার অভ্যাস ছিলোনা কখনো কিন্তু চাচামিঞার পোষ্টে গিয়ে ভিন্নভাষী শিল্পীদের চিনার চেষ্টা করি। নাফিস ইফতেখারের মত মজাদার পোষ্ট দেওয়া এবং মামাবাড়ির আবদার রাখা অনেক কঠিন। টেকি পোষ্ট......।ছবি দেখতে ভাল লাগে তাই অনেক আগ্রহ নিয়ে ব্লগার রানার পোষ্টে যাই। মুভি সম্পর্কে জানার জন্য শূন্য আরন্যক, শওকত হোসেন মাসুম, বিডি আইডাল কিংবা মুভি পাগলাতো আছেই। পোষ্ট দেয়ার জন্য রাজনীতি এবং ধর্ম দুটোর মধ্যে একটি বিষয়ও আমার পছন্দ নয়।
তাই আমার আর লিখা হয় না। শুধু পড়েই যাই। তাও যা মাঝে মধ্যে লিখি নিজের লেখা পড়ে নিজেরই কান্না পায়। অতত্রব ফলাফল পোস্ট ড্রাফটে। জানি না এ পোস্টের শেষ পরিনতি কি???
সর্বশেষ এডিট : ১৩ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪৯