(বহুদিন ব্লক থাকার পর জট খুলতে শুরু করেছে...)
দিন চলে গেছে, পড়ে আছে ভাবের কঙ্কাল
মদের গেলাসে হেসে উঠে বিচিত্র শহর
হিসাবের খাতা আজ দাঁতাল মাতাল
সাইক্লোনের অবশিষ্ট আক্রোশ-বিপন্ন বিকাল
আজ বেসুরো গান। থমকে গেছে শরীরের বাসনা
বুকের সামনে দাঁড়িয়ে আছে রগরগে রাত।
চারদিকে জীবনের গর্জন, চারদিকে গন্ধ-রাজ
তন্বি রেস্তোরাঁয় খিলখিল কান্না
আবেগে ফুঁসছে গহন-কুমারি। আমি কে তার?
কার জলের জঙ্ঘায় আটকে আছে মগজ?
যা কিছু হারায় তার কতটা আসল
কতটা জলের মতো সরস;
কতটা আমার বলে মানি?
০১.১০.২০১৪
ঢাকা