এখন বিভত্স নদী আমাদের মগজে তুলেছে ঢেউ
জন্মচিহ্ন হয়ে যায় দূর অতীতের ব্যর্থ- মৃতদের আস্ফালন।
এই পাড়ায় ঢুকেছে মনসার ভূত;দংশিবে অমর অজর
সভ্যতার শব্দমালা, আমরা হবো জীবন্মৃত ইঁদুরের ফসিল
তুমি কোনখানে দাঁড়াবে অতশী, ছায়া ফেলবে কোন জলে?
এই অর্বাচিন নদীতে তোমার প্রতিবিম্ব দেখে তুমি আঁতকে উঠবে
দেখবে আমিই হয়ে উঠবো তোমার হন্তারক...বন্ধু ঘাতক
অথচ আমি তোমাকে চিনি তোমার বিশ্বাসেরও অধিক নিকট থেকে
বিকলাঙ্গ আমাদের চোখে তুমি মাংসের দলা,কর্ষণের ভূমি
তোমার অন্দরে আমাকে যেভাবে চেন তার বিপরীতে আমি।