আমাকে আর কতটুকু কষ্ট দিলে
মনে হবে তোমার; এইতো দিয়েছি বেশ ।
আর কতটুকু দহন হলে
মনে হবে তোমার; এইতো দহন করেছি বেশ ।
যতটুকু তোমাকে মানায়
ঠিক ততটুকু কষ্টই আমাকে দাও ।
তোমার দেয়া কষ্টে আমি একটুও আহত হবো না ।
আমিতো কষ্ট লালন করি
বুকের ভিতর সেই কবে থেকে,
কষ্ট আমার হাত, কষ্ট আমার পা,
এই অভাগার আপাদমস্তক ।
আমার এমন অসময় নিয়ে ভেবো না
সুসময় এলে লোপে নিবো,
মুছে দিবো বুকের ভিতর জমানো
যত সব কষ্টের দাগ ।
প্রতিনিয়ত তোমার সুসময় প্রত্যাশা
আমাকে বাঁচতে শেখায় ।
ভালবাসায় কষ্ট থাকে, হাসি থাকে,
মান অভিমান থাকে,
তাই বলে ভেবো না বদলে গেছি,
শুনেছি ভালবাসা মিলনে মলিণ হয়, বিরহে উজ্জ্বল ।