স্বপ্নই যখন ধর্ম!
============
আল্লাহ পাকের পবিত্র কা’বা শরীফের গিলাফ কালো, তাই কালো গিলাফের সন্মানার্থে কালো রংয়ের জুতা, স্যান্ডেল, স্পঞ্জ ও মোজা পায়ে না দেয়া বহুত বড় আদবের কাজ। তাইতো দারুল উলুম দেওবন্দ মাদ্রাসার প্রতিষ্ঠাতা, হুজ্জাতুল ইসলাম রাঈসুল ওলামা হযরত মাওলানা কাসেম নানুতুবী (রহ.) কখনও কালো জুতা পায়ে দিতেন না। তাকে এই সম্পর্কে একজন জিজ্ঞাসা করলে তিনি বলেন,
-কা’বা শরীফের গিলাফ কালো, তাই কালো গিলাফের সন্মানার্থে কালো জুতা পায়ে দেই না।
তাৎক্ষনাত গায়েব হতে আওয়াজ আসলো,
-আল্লাহ পাকের ঘরকে সন্মান করার কারনে তোমার নাম ‘কুতুবের দরজায় ফাওক্বিয়াত দেয়া হলো। [সুবহান আল্লাহ (?!?)]
→তাযকেরায়ে মাশায়েখ দেওবন্দ!
!
________________
১। আল্লাহ ও তাঁর রাসুল ﷺ যা করতে বলেন নাই তা তারা গায়েব থেকে জেনে নিলেন? এর নাম কি ইসলাম?
২। আল্লাহ ও তাঁর রাসুল ﷺ আমাদেরকে পরিপূর্ণ আদব শিক্ষা দিতে পারেন নাই। কিছু বাদ রয়ে গিয়েছে! তাই কাশেম নানুতবী সেই দায়িত্ব পালন করছেন? [নাউযুবিল্লাহ!]
৩। কালো রং এ নিগ্রদের কি আল্লাহ সৃষ্টি করেন নাই? যাদের মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত কালো। কালো নিগ্রদের সৃষ্টি করার সময় মহান আল্লাহ এই আদবের কথা জানতেন না? [নাউযুবিল্লাহ]
৪। বাংলাদেশে সব চাইতে নিকৃষ্ট প্রানি কুকুর ও শুওরের গায়ের চামড়া কালো। কালো রংয়ের এমন নিকৃষ্ট প্রানী সৃষ্টি করার সময় মহান আল্লাহ কি এই আদবের কথা জানতেন না? [নাউযুবিল্লাহ]
৪। কালো স্যালোওয়ার-প্যান্ট, কালো জাইঙ্গা-প্যান্টি, কালো প্যটিকোট, কালো ব্লাউজ-ব্রা, কালো নাইটি, কালো...ওহ! আর বলতে চাচ্ছি না...., এই রকম ডজন ডজন কালো পোশাক আছে যার সাথে মানুষের লাজ-লজ্জা-শরম-হায়া জরিত। এসব ক্ষেত্রে কালো রং এর ব্যবহার বেআদবী হবে না?