যুবকটি মেয়েটিকে উদ্দেশ্য করে নিচু কণ্ঠে বলে, 'তুমি হয়ত ইতিমধ্যে বুঝে গেছ আমি কেন এসেছি। তুমি কি প্রস্তুত?'
মেয়েটি শান্ত গলায় জবাব দেয় ' হ্যাঁ, আমি প্রস্তুত। তবে তুমি যদি আমার একটা ইচ্ছা পুরণ করতে তাহলে....'
মেয়েটিকে কথা শেষ করার সুযোগ না দিয়েই যুবকটি দৃঢ় কণ্ঠে বলে উঠে 'সার্মথ্যের মধ্যে হলে অবশ্যই পুরণ করব।'
'যার হাতে আমি কিছুক্ষন পর মারা যাব, তার চেহারা আমি একবার দেখতে চাই'- মেয়েটি এই বলে যুবকটির দিকে তাকায়।
যুবকটি কোন জবাব দেয় না। অবাক হয়ে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। তারপর একসময় মুখ এবং মাথা ঢেকে রাখা সেই কালো কাপড়টি সরিয়ে মেয়েটিকে উদ্দেশ্য করে ভেজা কণ্ঠে বলে, আমি শূধু আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে এসেছি।
আর মেয়েটি দেখতে পায় তার সামনে দাড়িয়ে থাকা বেদনায় নীল এক মূর্তির প্রতিচ্ছবি। সে যুবকটিকে বলে, আমি তোমাকে একটা অনুরোধ করতে চাই।
যুবকটি আগ্রহ নিয়ে জানতে চায়-কি সেটা?
মেয়েটি শান্ত অথচ ভারী কন্ঠে বলে- তুমি আমাকে এমনভাবে হত্যা কর যাতে আমার মৃত্যু হয় ধীর, দীর্ঘ এবং প্রচন্ড কষ্টদায়ক। মৃত্যুর এই প্রচন্ড কষ্ট থেকে যেন আমি বুঝতে পারি আসলে বেঁচে থাকা ছিল কত আনন্দের।
কথা শেষ হবার সাথে সাথেই সামুরাই সোর্ডের আঘাতে মূর্হুতের মধ্যে মেয়েটি ঢলে পড়ে মৃত্যুর কোলে। আর যুবকটি ক্ষমা চায় মৃত মেয়েটির আত্মাকে উদ্দেশ্য করে তার শেষ অনুরোধটি রাখতে না পারার জন্য।
[অনেক আগে দেখা সিনেমার একটি দৃশ্য অবলম্বনে]
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০০৮ রাত ৮:২১