আজ দুই বছর হয়ে গেল আপনি বিবাহিত আর কটা দিন পরে বিয়েটা করতেন,তাহলে আরো কিছুদিন আপনাকে নিয়ে স্বপ্ন দেখা যেত
আপনি আসলেন, আমাদের পড়ালেন,কথা বললেন....আর তারপর একসাথে অনেক জনকে মুগ্ধ করলেন।
আমরা মেয়েরা সবাই বলাবলি করতে লাগলাম,'বিয়ে করলে আপনার মত কাউকেই করা উ্চিত'।
বাকিরা নিজেদেরটা নিজেরা বলবে।আমি আমারটা বলি।পুরো্টা সময় আপনাকে দেখা,আপনার কথা শুনা,এর মাঝে একদিন জিজ্ঞেস করে বসলেন,''ক্রিমিনাল প্রসিডিংএর স্টেজ গুলো বল'।
স্যার পারি না,আমার উত্তর।''না পারার কি আছে....স্যার একটু বিরক্ত হলেন।
আমি গাধী স্যারকে এভাবে হতাশ করলাম।
আপনার ক্লাসে মনোযোগী,যতটা না লেকচারে তার চেয়ে বেশি আপনার প্রতি।
আপুকে বললাম আপনার কথা,শুনে হাসল শুধু।স্কুলে পড়ার সময় যখন আপুকে বলতাম আমার হার্শেল গিবস কে পছন্দ,তখন আপু 'ও তোকে বিয়ে করতে আসবেনা,পছন্দ করে কি লাভ'বলে ভেটকি মার্কা হাসি দিত...ঠিক সেভাবেই হাসি দিল আপু আপনার প্রতি আমার ভালো লাগা শুনে।
রুম্পা বাদ যাবে কেন?ওকেও বলা হলো।আমার জানের দোস্ত বলে কথা......আশা দিল,ভরসা দিল,শুভ কামনা জানালো।
তারপর একদিন ঘোর অমানিশা
শুনলাম আপনি বেঁধেছেন সুখের বাসা
হুম তো কি হয়েছে।এটা এমন কি ব্যাপার।
কিন্তু আপনি তো আপনিই....আপনাকে ভালো লাগে এটা নিয়ে কোন আফসোস নেই...আপনাকে ভালো লাগাটা স্বাভাবিক সুখকর।
সর্বশেষ এডিট : ১২ ই নভেম্বর, ২০১২ রাত ১১:২১