ভাসতো যদি
হাওয়ার ভেলায়
হয়ে কুটি কুটি
শুকনো পাতা হাতের মুঠোয় নিয়ে চাপ দিয়ে গুঁড়ো করে উড়িয়ে দেয়ার শখটা হয়েছিল টিভিতে একটা এড দেখে।শুকনো পাতা দেখলেই হাতের তালুতে নিয়ে কচলাতাম,আর হাত খুলে হতাশটিভিতে যেরকম দেখাতো মিহি গুঁড়া শুকনা পাতা,আর মডেল ওটাতে ফুঁ দিলেই কি সুন্দর উড়ে যেত......সেই শখ কখনো পূরণ হয়নিঅবাক আমি ভাবতাম আমার পাতা কেন টিভির মত হয়না!!কেন?
শুকনো পাতার কাহিনী লিখলাম,এবার লিখবো পিচ্চির পাকামো
আমার খালামণি এলেন আমাদের বাড়িতে,সাথে অবশ্যই উনার আগুনের গোলা ছেলে সিয়ামকে নিয়ে।পিচ্চি একদিন করলো কি আমাদের বাড়ির গেইটের বেশ খানিকটা জায়গার রং তুলে ফেললো খুঁটিয়ে খুঁটিয়ে,শাস্তি হিসেবে খালামণি ওকে কঠিন বকাবকি শুরু করলেন,আমার আম্মু মনে মনে মনোঃক্ষুন্ন হলেও মুখে বলে যাচ্ছিলেন,থাক না ,বকিশ না ছোট মানুষ বুঝতে পারেনি।
এত ক্যাচাল সহ্য করতে না পেরে পিচ্চি বলে উঠল,''ঠিকাছে তাহলে আপনারা আমাদের বাড়ি গিয়ে আমাদের গেইটের রঙ তুলে দিয়ে আসবেন''কাটাকাটি,
মাছের মাথা্, ,অনেকেরই প্রিয়....যদি বাসার সবারই প্রিয় হয় তাহলে কি করবেন?????????বাজার থেকে মলা মাছ কিনে আনুন,আর হাসি মুখে বলুন.......এবার যতখুশি মাথা খাও মাছের
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০১২ রাত ১১:৩৯