পাখির কাকলী আর সূর্যের আগমনে
স্বপ্নটা ছেড়ে যায় মোর চোখ দুটি তখন
সকল কল্পনা মুছে ফেলে দিয়ে
ফিরে যাই ধোয়া ঘেরা নির্বাসনে।
আঁধারের মাঝে তবু স্নেহের স্পর্শ নেই
ফেলে আসা দিনগুলো কিছু মনে নেই,
আমি নাকি ভবঘুরে বলে
লোকে দেখে ঢিল ছোড়ে,
সাথীহীন প্রতিদিন অবাক বিভরে আমি চলেছি।
ঘর নেই দোর নেই ফেলে আসা ঠিকানা
হারিয়ে গেছে, মিলিয়ে গেছে।
অজানা অশেষ তবে আমি হারাব
নাকি চিরতরে স্থায়ী হব নির্বাসনে
স্মৃতি নাই প্রীতি নাই
সুখ করে থাকা চাই,
ক্ষিদে পেলে হাত পেলে দুটি চাই
তারপর ফিরে যাই বঞ্চিত নির্বাসনে।
মুখের কথা কান দেই না
লোকে বলে সবুজে বাংলা ঘেরা
মন কাঁদে এই বলে হলো না যে দেখা
এসেছি যে মাটিতে ফিরে যাব মাটিতে
তবু কেন হবে না দেখা?
(ইকটুখানি কপি পেস্ট মারা হয়েছে-বিষু ভাইর ব্লগ থেকে)