উইন্ডোজ ৭ এ কনভার্ট হলাম কদিন আগে। মানিয়ে নিতে কঠিন না হলেও ,নতুন নতুন গ্রাফিক ভালোই লাগছে।
অল্প একটা সমস্যা নিয়ে কথা বলতএ চাই,যেটি আমি ভোগ করছি,সেটা হল-- ধীরগতি
ধীরগতির কারন খুজতে গিয়ে এক্সপি'র অভ্যাসমত উইন্ডোজ টাস্ক ম্যানেজার ওপেন করি , দেখি যে আমার কোর টু ডুয়ো'র প্রসেসর একনাগারে ৬০% এর উপরে ব্যস্ত !! অথচ মাত্র উইন্ডোজ ৭ এ পিসি চালু করলাম। কি কারন হতে পারে ??
উইন্ডোজ ৭ থাকতে চাচ্ছি, কিছু কারনে মনে হয় এক্সপিতে ফিরে যেতে হবে, ইট্যাব, অটোক্যাড এ কাজ আমার অনেক করতে হয়, এই ধীরগতি আমার কাজের গতিকে ধীর করে দিচ্ছে (যদিও ঈদের কারনে এমনেই ধীর আছি)
csrss.exe নামে একটি ইমেজ নেইম দেখা যায়, যার সাথে আমর পরিচয় নাই।
কেউ একটু সমাধান দিলে ভাল হতো। ধন্যবাদ।