শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন ( ফেইস বুকে ইভেন্ট খোলার মত সহজ কাজ না)
সেচ্চাসেবী সংগঠন সময় এর আয়োজন আমরা এবার দক্ষিন অঞ্চলের জেলা বরগুনার তালতলীতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র বিতরন করলাম।তার কিছু অভিজ্ঞতা নিয়ে লিখলাম যারা এই ধরনের সেবামূলক আয়োজন করতে আগ্রহী তাদের জন্য।
কিভাবে আপনি দরিদ্র এসব শীতার্ত মানুষের পাশে দাঁড়াবেনঃ
যে কেউ চাইলেই পারবেন। শুধু আপনার প্রবল ইচ্ছা শক্তি থাকাটাই যথেষ্ট। সবার আগে দরকার একটা সুন্দর পরিকল্পনা।
প্রথমে একটা তালিকা করুন কত জন কাজ কাজ করতে আগ্রহী।
কথা বলুন সবার সাথে লিষ্ট অনুযায়ী।
ছোট বড় সবার মতামতের গুরুত্ব দিন অনেক সমস্যার সহজ সমাধান পাবেন। কাপড় সংগ্রহ করার জন্য নির্দিষ্ট তারিখ ঠিক করুন।
কে কোন কোন এলাকার কাপড় সংগ্রহ করবে ঠিক করুন।
কাপড় সংগ্রহঃ
কোন ধরনের কাপড় বিতরন করবেন নতুন, পুরাতন, নতুন-পুরাতন এক সাথে নাকি আর্থিক সাহায্য? আমার মতে নতুন-পুরাতন অপশনটাই ভাল। এতে কাপড়ের পরিমান বেশি হবে। আর্থিক বিষয় না টানাই ভাল তবে যদি আর্থিক সাহায্য পান তা যোগ করে দিতে পারেন নতুন বস্ত্র ক্রয় করার কাজে।
কে কোন এলাকায় কাপড় সংগ্রহ করবেন তা আগেই যেহেতু ঠিক করা এবার নেমে যান কাজে। নিজ বাসা থেকেই আগে শুরু করুন। নিজ এলাকা, পারা মহল্লা ভার্সিটি হল ইত্যাদি জায়গা থেকে কাপড় সংগ্রহ করতে পারেন। এলাকার গলির মোরের চায়ের দোকান, খেলার মাঠ, মসজিদের সামনে একটা বক্স রাখতে পারেন যাতে লোকজন আপনার আয়োজন সম্পর্কে জানতে পারে অপরকে জানাতে পারে। কার বাসায় গিয়ে তাকে পেলেন না পরে সে ঐ বক্সে কাপড় জমা দিতে পারে। আপনার পরিচিত কেউ এক জন হয়ত দেশের বাহিরে আছে কিন্তু এই ব্যাপারে তার হাত প্রসারিত সমস্যা নেই মোবাইল ব্যাংকের মাধ্যমে পেতে পারেন আর্থিক সাহায্য। এভাবে সবাই মিলে যথা সম্ভব দ্রুত কাপড় সংগ্রহ করে ফেলুন কাজ এখন অনেক বাকি।
কোথায় কাপড় বিতরন করবেনঃ
অনেকেই ভাবছেন দূরে গিয়ে লাভ কি! শহরের কোন বস্তি বা দরিদ্রদের মাঝে কাপড় দিয়ে আসলেই হল। একটু ডিপলি ভাবুন শহরের দরিদ্র মানুষেরা হয়তো ৫০টাকা ১০০টাকায় একটা কাপড় ঠিকই জুটাতে পারে আর কাছাকাছি সমার্থবানদের সহায়তা তারা পেয়েই থাকবেন।কিন্তু গ্রামের দিকের দরীদ্রদের জন্য একটা কম্বল বা সোয়েটার কেনা অনেক কঠিন ব্যাপার। অনেক কস্ট করে কাপড় সংগ্রহ করলেন এবার আরেকটু কস্ট করে চলুন না দূরে কোথাও যেখানে সুর্য মামাও তার আলো আর উষ্ণতা পৌছাতে কৃপণাতাবোধ ।
কিভাবে কাপড় বিতরন করবেনঃ
এলাকা ঠিক। আপনার সিলেক্ট করা জায়গা যদি গ্রাম হয় তাহলে চলে যান ইউনিয়ন পরিষদে। সেখানে গ্রামের ইউপি সদস্যের সাথে কথা বলুন তার এলাকায় আপনার কাপড় বিতরন করবেন। এতে সুবিধা হবে আপনি ঐ এলাকায় বস্ত্রহীন কত জন মানুষ আছে তার মধ্যে বৃদ্ধ,নারী বা শিশু কত জন! ইউপি সদস্যদের কাছে নিজ নিজ এলাকার তালিকাও থাকে অনেক সময়। এতে সুবিধা হবে আপনার সংগ্রহীত কাপড়ের সুষম বন্টন হবে।আর একটা বাড়তি সুবিধা ইউপি কর্তৃপক্ষ আগে থেকেই এলাকায় জানিয়ে দিতে পারবে আপনাদের আয়োজনের খবর।
কাপড় বিতরনের পদ্ধতিঃ
আপনার সংগ্রহ করা কাপড় হিসেব করে সহজেই ঠিক করে ফেলুন আপনি কত জনকে কাপড় দিতে পারবেন এবং তার মধ্যে নারী, পুরুষ বা শিশু কত জন সেই হিসেবে ইউপি সদস্যদের বলুন।( আমরা ২০০ মানুষের তালিকা করেছিলাম) কাপড় বিতরনের দিন এলাকার কোন ভাল জন প্রতিনিধি রাখতে পারেন।
পরিবহনঃ
আপনার এত কস্টের সংগ্রহ করা কাপড় এবার নিয়ে যেতে হবে গন্তব্যে সাথে থাকবেন আপনি।সবথেকে ভাল হয় লোক বুঝে একটা পিকাআপ ভাড়া করলে। পিকআপের ভাড়া কিরকম হবে আগেই জেনে নিন। আর পরিচিত কার যদি পিকাআপ ভ্যান থেকে থাকে তাহলে একদিনের জন্য নিয়ে নিন। তাহলে কেবল তৈল খরচ দিয়েই বাকিটা সেইভ হবে।যদিও আপনি পিকনিক খেতে যাচ্ছেন না তবুও ছোট একটা সাউন্ড সিস্টেম ও দুপুরের খাবার সাথে নিয়ে নিন।এ ক্ষেত্রে সবাই এক সাথে নিলে ঝামেলা ও খরচ দুইটাই সেইভ হবে।
এত কিছু বলার আসলে কারন নি????
ভাই বলার কারন একটা অবশ্যই আছে। দুঃখজনক হলেও সত্য এই মহৎ আয়োজনে ঘটে নানা দূর্ঘটনা। শীত বস্ত্র নিতে গিয়ে পদদলিত হয়ে বৃদ্ধের মৃত্যু অথবা বস্ত্র পরিবহনের গাড়ি উল্টে আরোহীদের মৃত্যু। আপনার সংগ্রহ করা কাপড়ের থেকে লোক বেশি তখন তারা কাপড়ের জন্য ঝামেলে সৃষ্টি করবে এতে মারামারি হানাহানির ঘটনা ঘটার ইতিহাস আছে। আপনার আমার সাথে হয়ত দু এক জন নারী সদস্য থাকবে তার নিরাপত্তার ব্যাপার আছে। আবার দেখে যায় পরিবন করা গাড়ি উলটে ঘটতে পারে দূর্ঘটনা। তাই একটু সাবধান থাকা ভাল নয় কি!!! সবার আগে নিজে সুন্দার মত বাচুন, অপরকে বাচতে সাহায্য করুন।
জাতির জনক কে? একক পরিচয় বনাম বহুত্বের বাস্তবতা
বাঙালি জাতির জনক কে, এই প্রশ্নটি শুনতে সোজা হলেও এর উত্তর ভীষণ জটিল। বাংলাদেশে জাতির জনক ধারণাটি খুবই গুরুত্বপূর্ণ, যেখানে একজন ব্যক্তিত্বকে জাতির প্রতিষ্ঠাতা হিসেবে মর্যাদা দেওয়া হয়। তবে পশ্চিমবঙ্গের... ...বাকিটুকু পড়ুন
আত্মপোলব্ধি......
আত্মপোলব্ধি......
একটা বয়স পর্যন্ত অনিশ্চয়তার পর মানুষ তার জীবন সম্পর্কে মোটামুটি নিশ্চিত হয়ে যায়। এই বয়সটা হল পঁয়ত্রিশ এর আশেপাশে। মানব জন্মের সবকিছু যে অর্থহীন এবং সস্তা সেটা বোঝার বয়স... ...বাকিটুকু পড়ুন
জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি !
হঠাৎ ইলিশ মাছ খেতে ইচ্ছে হল । সাথে সাথে জিভে ..জল... চলে এল । তার জন্য একটু সময়ের প্রয়োজন, এই ফাঁকে আমার জীবন থেকে নেয়া ইলিশ মাছের কিছু স্মৃতি... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প ক্ষমতায় আসছে এটা ১০০% নিশ্চিত। আমেরিকায় ইতিহাসে মহিলা প্রেসিডেন্ট হয়নি আর হবেও না।
আর এস এস সহ উগ্র হিন্দুদের লিখে দেওয়া কথা টুইট করেছে ট্রাম্প। হিন্দুদের ভোট-আর ইন্ডিয়ান লবিংএর জন্য ট্রাম্পের এই টুইট। যার সাথে সত্যতার কোন মিল নেই। ট্রাম্প আগেরবার ক্ষমতায়... ...বাকিটুকু পড়ুন
ট্রাম্প জিতলে কঠোর মূল্য দিতে হবে ইউসুফ সরকারকে?
ডোনাল্ড ট্রাম্পের এক মন্তব্যে বাংলাদেশের মিডিয়ায় ঝড় উঠেছে। ৫ তারিখের নির্বাচনে ট্রাম্প জিতলে আরেকবার বাংলাদেশের মিষ্টির দোকান খালি হবে।
আমি এর পক্ষে বিপক্ষে কিছু না বললেও ডায়বেটিসের রুগী হিসেবে আমি সবসময়... ...বাকিটুকু পড়ুন