ভারতের কার্নাটক রাজ্যের চীতারাম নামক একটা গ্রাম। সেখানে হিন্দুদের মাঝে সংখ্যালঘু মুসলিমদের বসবাস। সেই সংখ্যালঘুদের একজন আফতাব খান। তার ফেসবুক একাউন্টে কে বা কারা গীতা অবমাননার একটা লিখা ট্যাগ দেয়। ব্যাপারটা কিছু স্হানিয় হিন্দু ছেলেদের নজরে আসে। ওরা পুরো এলাকায় জানিয়ে দেয় যে আফতাব খান নামক মুসলিমটা ফেইসবুকে গীতাকে অপমান করেছে। ঐ এলাকাটা আবার বিশ্ব হিন্দু পরিষদের শক্ত ঘাঁটি। এই দলটি পুরো গ্রামবাসীকে ক্ষেপিয়ে হিন্দু যুবকদের নিয়ে সংখ্যালঘু মুসলিমদের উপর ঝাপিয়ে পড়ে। মুসলিমদের ১২ টা মসজিদ মাটির সাথে মিশিয়ে দেয়। ৩০ টার ও বেশী ঘরবাড়ি, দোকান পাট জ্বালিয়ে দেয়।
ঘটনাটা সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে, বিভিন্ন মিডিয়া ফলাও করে প্রচার করে।
এখন মুসলিমদের প্রতিক্রিয়া কেমন হবে সারা বিশ্ব জুড়ে?
সারা বিশ্বেরটা না হয় বাদ দিলাম, বাংলাদেশের ব্লগগুলোর আবহাওয়া তখন কেমন হবে? কিভাবে প্রতিবাদ তাদের? কেমন হবে বাংলাদেশের ফেইসবুক ব্যবহারকারীদের?
উপরের বর্নিত ঘটনায় মুসলিমদের প্রতিক্রিয়া, প্রতিবাদ যেমন হবে, ঠিক এমনটাই হওয়া উচিত ছিলো, এবং এমনটিই হওয়া চাই। নইলে আমরা হিপোক্রিট বা ভন্ড জাতি হিসেবে চিহিৃত হবো।
ফটিয়া, হাঠাজারি, দিনাজপুর ছাড়িয়ে এযাবতকালের সবচেয়ে ভয়ংকর বর্বর সাম্প্রদায়িক আক্রমন করা হয় সংখ্যালগু বৌদ্বদের উপর ধর্মান্ধ উগ্রবাদীরা। এই উগ্রবাদীদের হাতে কোন ধর্মের লোকেরাই নিরাপদ নয়। এই ধর্মান্ধ লোকদের মূল পূজি ধর্ম, ওটা বেচেঁই ওরা খায়।
আমাদের সমস্যা হলো আমাদের মডারেট মুসলিমদের দায়সারা ভাব আর ধর্মান্ধগুলোতো অন্ধ, ওরা ভালো খারাপ কিছুই দেখতে পারেনা অন্ধত্বের কারনে। মডারেট মুসলিমদের কন্ঠস্বর লাউড হতে হবে, ওদের নিতে হবে অনেক রিসপনসেবিলিটি, নইলে অপেক্ষা করুন এই ধর্মান্ধদের পরবর্তী টার্গেট আপনারাই। ওরা আপনাদের ভার্চুয়াল কাফের হিসেবেই জানে।